Advertisement
Advertisement
Shah Rukh Khan

মাদক কাণ্ডে নাম জড়িয়েছে ছেলের, ছবির শুটিংয়ে স্পেন যাওয়া স্থগিত শাহরুখ খানের

মাদক কাণ্ডে ছেলের নাম জড়ানোয় ভেঙে পড়েছেন গৌরী খান।

Shah Rukh Khan to cancel Pathan shoot after NCB detained Aryan Khan
Published by: Sayani Sen
  • Posted:October 3, 2021 3:31 pm
  • Updated:October 4, 2021 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক কাণ্ডে নাম জড়িয়েছে ছেলের। একটানা তাকে জেরা করছেন এনসিবি আধিকারিকরা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে শুটিং স্থগিত করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। স্পেনে যাচ্ছেন না তিনি।

দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে ফের ফ্রেম শেয়ার করছেন কিং খান। ‘পাঠান’ ছবিতে দু’জনের রসায়ন আদৌ দর্শক মনকে দোলা দিতে পারে কিনা, সে উত্তর দেবে সময়। আপাতত ‘পাঠান’ ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। ছবির গানের শুটিংয়ে স্পেনে যাওয়ার কথা ছিল তাঁর। তবে স্পেনে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত বলিউডের ‘কিং খানে’র।

Advertisement

[আরও পড়ুন: মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজ পার্টিতে বাজেয়াপ্ত মাদক, শাহরুখপুত্র আরিয়ানকে জেরা এনসিবি’র]

তবে তারই মাঝে মুম্বইয়ের ক্রুজ পার্টিতে মাদক কাণ্ডে এনসিবি’র জালে শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজ (Cordelia Cruise) থেকে আটক করা হয় তাঁকে। বাজেয়াপ্ত মোবাইল। তদন্তকারীদের নজরে হোয়াটসঅ্যাপ চ্যাট। কার কার সঙ্গে কথা বলেছিলেন আরিয়ান, তা খতিয়ে দেখছেন এনসিবি’র আধিকারিকরা। 

সূত্রের খবর, ছেলের নাম মাদক কাণ্ডে জড়ানোর পরই নিজের শুটিংয়ের সিদ্ধান্ত আপাতত স্থগিত করলেন শাহরুখ খান। স্পেনে (Spain) যাচ্ছেন না তিনি। শোনা যাচ্ছে মাদক কাণ্ডে ছেলের নাম জড়িয়ে যাওয়ার পর থেকে কার্যত ভেঙে পড়েছেন শাহরুখ জায়া গৌরী খান (Gauri Khan)। আরিয়ানের নাম মাদক কাণ্ডে জড়ানোর পর থেকে কিং খানের বাসভবন ‘মন্নাতে’র সামনে ভিড় জমিয়েছেন অনেকেই। আর হবে নাই বা কেন তারকাপুত্রের ধরপাকড় বলে কথা! তবে ছেলের নাম মাদক কাণ্ডে জড়ানোর বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শাহরুখ কিংবা গৌরী কেউই।

[আরও পড়ুন: ক্যামেরার সামনেই ঐন্দ্রিলাকে ‘চকাস’ করে একের পর এক চুমু! অঙ্কুশের ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement