Advertisement
Advertisement

Breaking News

শাহরুখ খান

OMG! প্যারিস বলে গৌরীকে এই জায়গায় হানিমুনে নিয়ে যান শাহরুখ!

কোথায় গিয়েছিলেন দুজনে?

Bollywood star Shah Rukh Khan tells about their honeymoon
Published by: Sayani Sen
  • Posted:May 4, 2019 8:40 pm
  • Updated:May 4, 2019 8:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আগে প্রেমিক-প্রেমিকা কতই না স্বপ্নের জাল বোনেন৷ কত প্রতিশ্রুতি দেন একে অপরকে৷ কিন্তু বিয়ের পর সব কথা কি রাখতে পারেন দম্পতি? মোটেও না৷ কী ভাবছেন শুধু সাধারণ মানুষের ক্ষেত্রেই তা বাস্তব? মোটেও না৷তারকারাও কিন্তু আর পাঁচজনের মতো তাঁদের স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেন৷ তাঁদের মধ্যে শাহরুখ খানও রয়েছেন৷

[ আরও পড়ুন: জানেন, কেন কানাডার নাগরিকত্ব ছাড়তে চান না অক্ষয়?]

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশন অনুষ্ঠানে গিয়েছিলেন বলিউডের কিং খান৷ ওই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভিকি কৌশল৷ তিনি শাহরুখকে একটি ছবি দেখান৷ তাতেই দেখা যায় গৌরীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন বাদশা৷ দুজনের ঠোঁটের কোণে হাসির ঝিলিক৷ ছবি দেখেই বেশ খানিকটা লজ্জা পেয়ে যান শাহরুখ৷ যেন এক নিমেষে ফিরে গিয়েছেন পুরনো সেই দিনে৷ চোখের সামনে ছবি নয়, সেই মুহূর্তই যেন পরিষ্কার ভেসে উঠেছে৷

Advertisement

SHAH-RUKH'S-HONEYMOON

কিন্তু কেন এত খুশি হলেন কিং খান? উত্তর শুনলে আপনিও অবাক হতে বাধ্য৷ শাহরুখ ভিকিকে বলেন, ‘‘এটি অত্যন্ত প্রিয় ছবি৷ যখন গৌরীকে বিয়ে করি তখন আমার অবস্থা খুব খারাপ৷ গৌরী অবস্থাপন্ন পরিবারের সন্তান৷ বিয়ের আগে আমি গৌরীকে বলেছিলাম প্যারিসে বেড়াতে নিয়ে যাব৷ আইফেল টাওয়ার দেখাব৷ কিন্তু আমি ওকে মিথ্যা বলেছিলাম৷ আমার কাছে উড়ানের টিকিট কাটার টাকাও ছিল না৷ ও আমার আর্থিক অবস্থা জানত৷ তা সত্ত্বেও কেন জানি না গৌরী আমাকে বিশ্বাস করে নিয়েছিল৷’’

[ আরও পড়ুন: ফের জুটি বাঁধছেন সলমন-ক্যাটরিনা, কোন ছবিতে জানেন?]

১৯৯১-র ২৫ অক্টোবর গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কিং খান৷ বিয়ের দিন কুড়ি পর বেড়াতেও গিয়েছিলেন দুজনে৷ কিন্তু প্যারিসের কথা বললেও, স্ত্রীকে নিয়ে দার্জিলিংয়ে পাড়ি জমিয়েছিলেন বাদশা৷ মধুচন্দ্রিমাতেই নাকি এ ছবি তুলেছিলেন দুজনে৷ দাম্পত্যের শুরুতে যদিও ঝগড়াঝাটি করে সময় নষ্ট করতে নারাজ গৌরী৷ তাই প্যারিস হোক বা দার্জিলিং, সেখানেই একান্তে সময় কাটিয়েছিলেন তাঁরা৷ কথা রাখতে না পারার জন্য শাহরুখকে কোনও অভিযোগও জানাননি তাঁর ঘরনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement