Advertisement
Advertisement

Breaking News

Malaika Arora

গাড়ি দুর্ঘটনার ৬ দিন পর প্রথম পোস্ট, শারীরিক অবস্থা নিয়ে কী লিখলেন মালাইকা?

হাসপাতালে একদিন ভরতিও ছিলেন মালাইকা।

Malaika Arora Writes on instagram A Week After Car Accident | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 9, 2022 7:44 pm
  • Updated:April 9, 2022 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিন আগেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন বলিউড সুন্দরী মালাইকা অরোরা (Malaika Arora)। দুর্ঘটনায় সামান্য চোট লেগেছিল মালাইকার। এখন তিনি সুস্থ। তবে যে মালাইকা সারাদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতেন, দুর্ঘটনার পরে সেই মালাইকাই একেবারে চুপ করে গিয়েছিলেন। শেষমশে, শনিবার দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউডের ‘মুন্নি’। ইনস্টাগ্রামে পোস্ট করলেন, নিজের মনে কথা। গাড়ি দুর্ঘটনার পর তিনি কতটা দুশ্চিন্তায় ছিলেন, মালাইকার পোস্টে তাই যেন উঠে এল।

এই ইনস্টাগ্রাম পোস্টে মালাইকা লিখলেন,’আমার সঙ্গে যা ঘটেছে, তা যেন বিশ্বাসই করে উঠতে পারছি না। মনে হচ্ছিল, কোনও সিনেমার শুটিং করছি। তবে দুর্ঘটনার পরে আমার প্রিয় মানুষদের ভালবাসা ও যত্নের মধ্যে নিজেকে পেয়ে সত্যিই ভাল লাগছে। আমার কর্মচারী, হাসপাতালের চিকিৎসক, আমার পরিবারের সবাই আমার কাছে দেবদূতের মতো। অনুরাগীদেরও ধন্যবাদ এই সময়ে আমার পাশে থাকার। এদের সবার মাঝখানে থেকে আমি বিপদমুক্ত অনুভব করছি।’

Advertisement

মালাইকা আরও লিখলেন, ‘এখন আমি সুস্থ হয়ে ওঠার পথে। চিকিৎসককে জানিয়েছি চিন্তা করবেন না, আমি যোদ্ধা। খুব শীঘ্রই আমি নিজের অবতারে ফিরব!’

[আরও পড়ুন: সোনম কাপুরের বাড়িতে চুরি, খোয়া গেল প্রায় ২ কোটি টাকা!]

ঠিক কী ঘটেছিল মালাইকার সঙ্গে?

জানা গিয়েছে, মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে খোপোলির কাছে তাঁর গাড়িটি দুটি গাড়ির মাঝখানে পড়ে যায়। তখনই নাকি চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। ফলে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা তিনটে গাড়িকে। অত্যন্ত জোরে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। তাতেই আহত হন মালাইকা (Malaika Arora)। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ক্ষত স্থানে কয়েকটি সেলাইও পড়েছে তাঁর। তবে গাড়ির ভিতর মাথায় বালিশ থাকায় মাথায় ভাগ্যক্রোমে কোনও চোট পাননি। 

Malaika Arora discharged from hospital after suffering injuries

[আরও পড়ুন: অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মারার শাস্তি, ১০ বছরের জন্য নির্বাসিত উইল স্মিথ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement