সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতীদের হাতে আক্রান্ত খ্যাতানামা গায়ক জুবিন গর্গ (Zubeen Garg)। বলিউডে একসময় তাঁর সুর ঝড় তুললেও বর্তমানে নিজস্ব জন্মভূমি অসমের গুয়াহাটিতেই থাকেন জুবিন। বুধবার গভীর রাতে স্টুডিও থেকে গান রেকর্ডিং করে বাড়ি ফিরছিলেন। তখন একদল দুষ্কৃতী গায়কের উপর চড়াও হয়ে অশ্রাব্য গালিগালাজ করতে থাকে।
গুয়াহাটির কাহিলিপাড়ার বাসিন্দা জুবিন গর্গ। এদিন স্টুডিওতে গান রেকর্ড করে নিজের বাড়িতেই ফিরছিলেন জুবিন। আর সেই বাড়ি ফেরার পথেই জুবিনের উপর হামলার চেষ্টা চালায় ৬ ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের কথায়, গুয়াহাটির গঙ্গেশগুড়ি এলাকার রাস্তায় কর্মরত শ্রমিককে অশ্লীল গালিগালাজ করছিল ৬ যুবক। ঠিক সেই সময়েই সেখান দিয়ে যাচ্ছিলেন জুবিন। সেই ঘটনা চোখে পড়তেই গাড়ি থামিয়ে প্রতিবাদ করতে যান তিনি। উন্মত্ত সেই ৬ জনকে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা উলটে তেড়ে আসে জুবিনের দিকে আক্রমণের জন্যে। এমনকী, গায়ককে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয়েছে বলে অভিযোগ। ৬ যুবকের হাতে বিয়ারের বোতল ছিল বলে জানা গিয়েছে।
রাত প্রায় ১২.৪০ মিনিট নাগাদ এই ঘটনা শিকার হন জুবিন। এরপর তৎক্ষণাৎ স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে, ওই ৬ ব্যক্তি যে গাড়িতে সওয়ারি ছিলেন তার রেজিস্ট্রেশন নম্বরও উল্লেখ করেছেন তিনি পুলিশের কাছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.