সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিভেজা মুম্বই। স্কুল-কলেজ বন্ধের নির্দেশ রয়েছে। কিন্তু আজ ঘরে বসে থাকার সময় নয়। আজ শশীকে বিদায় জানানোর পালা। রাত থেকেই পৃথ্বী হাউসে ছিল সেলিব্রিটিদের ভিড়। অভিষেক-ঐশ্বর্যের সঙ্গে বন্ধুকে বিদায় জানাতে এসেছিলেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে অকপটে স্বীকার করেছেন, শশীর মতো অভিনেতা থাকলে তাঁর বলিউডের শাহেনশা হওয়া বোধহয় হতই না।
T 2731 – To Shashji from your ‘babbua’ .. !! https://t.co/MFYeeR1Sbb pic.twitter.com/rfzDdDtiBk
— Amitabh Bachchan (@SrBachchan) December 4, 2017
[ভারতীয় সিনেমায় নক্ষত্রপতন, চলে গেলেন শশী কাপুর]
কাপুর পরিবারের দ্বিতীয় প্রজন্মের শেষ কান্ডারিকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন সঞ্জয় দত্ত, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, কাজল, বনি কাপুররা।
পৃথ্বী হাউস থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় সান্তাক্রুজ ক্রিমেটোরিয়ামে। সেখানেও মানুষের ঢল নামে। বৃষ্টি উপেক্ষা করেই প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন অনুরাগীরা।
#Mumbai: Actors Saif Ali Khan & Abhishek Bachchan attend the last rites ceremony of veteran actor #ShashiKapoor at Santacruz crematorium. pic.twitter.com/xcJcEPOVuk
— ANI (@ANI) December 5, 2017
#Mumbai: Actors arrived at Prithvi House to pay respect to #ShashiKapoor. pic.twitter.com/EBtby05N0b
— ANI (@ANI) December 5, 2017
[নামের গেরো, শশী কাপুরের মৃত্যুতে থারুরের অফিস পেল সমবেদনা]
বড় ছেলে কুণাল কাপুরই যাবতীয় নিয়ম পালন করেন। পাশে দাঁড়িয়েছিলেন রণবীর, ঋষি, রণধীর, রাজীবরা। সইফকে নিয়ে পাশে ছিলেন করিনাও।
#Mumbai: #ShashiKapoor‘s mortal remains being taken to Santacruz crematorium for last rites. pic.twitter.com/m783TGjwIA
— ANI (@ANI) December 5, 2017
#Mumbai: Ranbir and Rajiv Kapoor attend the last rites ceremony of veteran actor #ShashiKapoor at Santacruz crematorium. pic.twitter.com/UQ69dPHUAR
— ANI (@ANI) December 5, 2017
নশ্বর দেহ বিলীন হয়ে গেল প্রকৃতির মাঝে। রেখে গেল একরাশ স্মৃতি। যে স্মৃতি উঠে এসেছে তারকাদের রোমন্থনে। সোশ্যাল মিডিয়ায় উঠেছে RIP রব। তবে আজ সবকিছুর উর্ধ্বে তিনি। মিশে গিয়েছে প্রকৃতিতে।
[ম্যানারিজমে পারিবারিক আভিজাত্যকে ছাপিয়ে জাত অভিনেতা হয়েছিলেন শশী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.