সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব মঞ্চে ভারতীয় আঞ্চলিক সংগীতের জয়ধ্বনি। তামিল ছবির মনকাড়া সুরে লস অ্যাঞ্জেলেসও ভেসেছে। প্রতিধ্বনিত হচ্ছে ‘নাটু নাটু’ (Natu Natu)। সোমবার সকালে ঘুম ভেঙে এই সুসংবাদ পেয়েছেন ভারতবাসী। আর তাতেই বাঁধভাঙা উচ্ছ্বাস। সে অর্থে বলিউড ছবির তকমা নেই। তবু সিনেমার ভাষা তো একটাই। একসূত্রে তা গেঁথে রেখেছে আসমুদ্র হিমাচলকে। তামিল ছবি RRR-এর জনপ্রিয় গান ‘নাটু নাটু’র অস্কার জয় (OSCAR Winning) তাই সর্বোপরি ভারতীয় সিনেমার মুকুটে আরও একটি মূল্যবান পালক। বলিউড, টলিউড নির্বিশেষে সকলেই তাই মেতেছেন সেলিব্রেশনে। সোশ্যাল মিডিয়ায় চোখে রাখলেই টের পাওয়া যাচ্ছে সিনেদুনিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের আবেগের কথা।
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) অভিনয় করেছিলেন RRR ছবিতে। তাই তাঁর আবেগ একটু বেশিই। সাতসকালে ‘নাটু নাটু’র অস্কার জয়ের খবর পেয়ে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র – ‘আহ!’ বলেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। টিম RRR-কে অভিনন্দন জানিয়ে বড় টুইট করেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এই ছবির বিষয়বস্তুর প্রশংসা করে তিনি অস্কারজয়ের কৃতিত্ব দিয়েছেন ছবির নির্মাতাদের। এদিন লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানে ‘নাতু নাতু’র সেরার শিরোপা প্রাপ্তির সুসংবাদ ঘোষণা করেছেন আরেক বলি সুন্দরী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তাঁরও প্রশংসা করেছেন কঙ্গনা।
Congratulations to entire India
a movie about suppression, torture, killing, colonisation of Indians based on racial grounds gets appreciated on a world platform, number of Indians died just during one Bengal famine were way more than Jews died during holocaust. Thank team RRR
https://t.co/J0L2RFuicH
— Kangana Ranaut (@KanganaTeam) March 13, 2023
বলি নায়ক অজয় দেবগন (Ajay Devgn) অস্কারজয় উদযাপন করতে গিয়ে বলেছেন সিনেমার সেই চিরকালীন একক ভাষার কথা। শুধু RRR-এর ‘নাতু নাতু’কেই তিনি অভিনন্দন জানাননি, সেইসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত কার্তিকী গঞ্জালভেসের তৈরি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্মের পুরস্কার ছিনিয়ে নেওয়ার কথা উল্লেখ করে প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল অজয় দেবগনকে।
As it is often said, cinema speaks a universal language. Congratulations to the teams of #RRR and #TheElephantWhisperers for their #Oscar wins. It’s a proud
moment
— Ajay Devgn (@ajaydevgn) March 13, 2023
দক্ষিণী সুপারস্টার রানা দাগ্গুবতি (Rana Daggubati), চিরঞ্জীবীদের আনন্দ তো বহুগুণ বেশি। রানা দাগ্গুবতির টুইটেই তা প্রকাশিত। তাঁর মন্তব্য, RRR-এর গর্জন এখন বিশ্বজুড়ে।
The roar of #RRR
pic.twitter.com/eLyKudcNUl
— Rana Daggubati (@RanaDaggubati) March 13, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.