Advertisement
Advertisement

Breaking News

sukesh chandrashekhar

এবার বড়পর্দায় আসছে ‘ঠগ’ সুকেশের জীবনী, নায়িকা কি জ্যাকলিন?

২০০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত সুকেশের ঠিকানা এখন তিহার জেল।

Bollywood filmmaker Anand Kumar is planning a movie on conman Sukesh Chandrasekhar | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 16, 2023 7:04 pm
  • Updated:March 16, 2023 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কী কাণ্ড! এবার ঠগ সুকেশের জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা! হ্যাঁ, ঠিকই পড়েছেন ২০০ কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে আপাতত জেল বন্দি সুকেশ। খবর অনুযায়ী, সেই সুকেশকে নিয়েই বায়োপিকের চিত্রনাট্য লিখছেন পরিচালক আনন্দ কুমার। শোনা যাচ্ছে, এই চিত্রনাট্য লেখার জন্য নাকি নিয়মিত জেলেও যাচ্ছেন পরিচালক আনন্দ। খবরে রয়েছে চলতি বছরের শেষের দিকে নাকি শুরু হবে এই ছবির শুটিং। তবে কোন চরিত্রে কে অভিনয় করছেন তা এখনই জানাতে চাননি আনন্দ। সূত্রের খবর, জ্য়াকলিনকে নাকি দেখা যেতে পারে এই ছবিতে। 

প্রসঙ্গত, ২০০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত সুকেশের ঠিকানা এখন তিহার জেল। সেখান থেকেই এই চিঠি সে পাঠিয়েছে। যাতে সমস্ত মিডিয়া বন্ধু, আইনজীবীদের টিম এবং শুভানুধ্যায়ীকে হোলির শুভেচ্ছা জানিয়েছে। তারপরই জ্যাকলিনের প্রতি প্রেম জানিয়ে লিখেছেন, “আমার মিষ্টি জ্যাকলিন হ্যাপি হোলি। রঙের উৎসবের এই দিনে আমি কামনা করছি তোমার জীবন থেকে যে রং চলে গিয়েছে তা যেন ১০০ গুন উজ্জ্বল হয়ে ফিরে আসে। এই বছরটা তোমার খুব ভাল কাটুক। আর এটা নিশ্চিত করা আমার দায়িত্ব।”

Advertisement

[আরও পড়ুন: ‘গপ্পো মীরের ঠেক’ থেকে চুরি হল গল্প! চোরকে কড়া হুঁশিয়ারি দিয়ে আইনে পথে ‘সক্যালম্যান’]

এরপরই সুকেশ জ্যাকলিনকে লেখে, “বেবি গার্ল তুমি জানো আমি তোমার জন্য সব করতে পারি। আমি তোমায় খুব ভালবাসি, হাসতে থেকো। তুমি জানো তুমি আমার কাছে কতটা মূল্যবান। প্রিন্সেস আই লাভ ইউ।” ভালবেসে আরও কয়েকটি বিশেষণে জ্যাকলিনকে সম্বোধন করেছে সুকেশ। এতেই নিজের প্রবল প্রেম ব্যক্ত করেছে।

[আরও পড়ুন: চুরাশির দাঙ্গায় মৃত্যু হতে পারত বাবার, ভয়ংকর স্মৃতি আওড়ালেন তপসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement