Advertisement
Advertisement
Imtiaz Ali kolkata

কলকাতায় ইমতিয়াজ আলি, মাত্র ৫৪ টাকায় ফুটপাতে চা-কচুরি খেয়ে আহ্লাদে আটখানা

কলকাতায় কী করছেন বলিউড পরিচালক?

Bollywood director Imtiaz Ali in Kolkata, tested alu-poori, cha | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 27, 2023 9:33 pm
  • Updated:August 27, 2023 9:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় বলিউড পরিচালক পরিচালক ইমতিয়াজ আলি। মাটির ভাঁড়ে চা আর রাস্তার ধারের দোকানে কচুরি, আলির তরকারি খেয়ে বড় সার্টিফিকের্ট দিলেন শহর তিলোত্তমাকে।

বাঙালি মানেই খাদ্যরসিক। আর কলকাতার অলি-গলিতে খাবারের দোকান। সেখানকার রকমারি পদের দাম যে দেশের যে কোনও মেট্রো শহরের থেকে অর্ধেক, তা হলফ করে বলা যায়। কথায় বলে, ১০টাকাতেও কলকাতায় পেটের ভুখ মেটানো যায়। ইমতিয়াজ আলিও সেই বিষয়ে এবার সিলমোহর বসালেন। অবিশ্বাস্য দামে প্রাতঃরাশ সেরে হতবাক ইমতিয়াজ আলি খোদ। সেই ছবি তিনি শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

এবার প্রশ্ন, হঠাৎ কেন কলকাতায় পাড়ি দিলেন বলিউড পরিচালক? কানাঘুষো শোনা যাচ্ছে, আগামী কোনও ছবির রেইকি করতেই শহর তিলোত্তমায় পা রেখেছেন ইমতিয়াজ। পরিচালকের শেয়ার করা ছবিতে দেখা গেল তাঁর মেয়ে ইদা আলিকেও। ‘বাপ-বেটি’ মিলে কলকাতায় ফুটপাতে সস্তার লোভনীয় ফুড জাংশন আবিষ্কার করে ফেললেন।

[আরও পড়ুন: শিলচরে ইলিশ-মুরগির মাংসে জম্পেশ উদরপূর্তি, জাপি-‘গামোসা’য় পুরোদস্তুর অহমিয়া শ্রাবন্তী]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Imtiaz Ali (@imtiazaliofficial)

ক্যাপশনে ইমতিয়াজ লিখেছেন, “কলকাতায় সেরা খাবারের আস্তানা ঠিক এরকমই দেখতে হয়। সেরা কচুরি, আলুর তরকারি আর চা মাত্র ৫৪ টাকায়।” যা খেয়ে আহ্লাদে আটখানা পরিচালক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement