Advertisement
Advertisement
বলিউড সেলেব

নমোর নির্দেশ পালন, রাত ৯টায় প্রদীপ জ্বালিয়ে সংহতির বার্তা দিলেন বলিউড তারকারা

তারকাদের দৌলতে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং #9Baje9Minute  হ্যাশট্যাগ।

Bollywood celebs lighting diyas to show the solidarity
Published by: Sandipta Bhanja
  • Posted:April 5, 2020 10:31 pm
  • Updated:April 5, 2020 10:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত ৯টা। বলিউড তারকাদের একাংশের বাংলো তখন ডুবল অন্ধকারে। কেউ প্রদীপ জ্বালালেন, কেউ বা পরিবারের সকলের সঙ্গে হাতে ফোনের ফ্ল্যাশ জ্বালালেন। আবার কাউকে দেখা গেল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রদীপ জ্বালাতে। নমোর ‘মোমবাতি নিদান’ অক্ষরে অক্ষরে পালন করলেন অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, আলিয়া ভাট, ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত নেনে, করণ জোহর থেকে কৃতি শ্যানন, শিল্পা শেট্টি-সহ আরও অনেকেই।

শাহরুখ-গৌরীর খুদে অ্যাবরামকে দেখা গেল হাতে প্রদীপ ধরে দাঁড়াতে। মা গৌরী খান সাধ করে সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। পা ভেঙেছে টুইঙ্কেলের, অগত্যা একাই প্রদীপ জ্বালিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে সংহতির বার্তা দিলেন। বিরাট-অনুষ্কা প্রার্থনা করলেন গোটা মানবজাতির উদ্দেশে। অন্যদিকে মাধুরী দীক্ষিতকেও দেখা গেল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রদীপ জ্বালাতে। পাশে ছিল তাঁর গোটা পরিবার। ডিজাইনার মোমবাতি হাতে ক্যামেরার সামনে দেখা গেল রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনকে। অন্যদিকে, বাংলো থেকে অন্ধকারে নিমজ্জিত গোটা মুম্বই শহরকে দেখতে কেমন লাগে, সেই ভিডিও প্রকাশ করলেন করণ জোহর। অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে শৈশবের স্মৃতিতে মজলেন আলিয়া। তারকাদের দৌলতে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং #9Baje9Minute  হ্যাশট্যাগ।

Advertisement

বলিউড তারকারা মোদির সমর্থনে জাতির উদ্দেশে কীভাবে সংহতির বার্তা দিলেন, দেখে নিন একঝলকে-

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Together we stand and together we will come out of this dark phase. Till then stay strong, stay safe ✨ #9Baje9Minute

A post shared by Akshay Kumar (@akshaykumar) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

I light a diya everyday for many years now. And as I light the diya I seek guidance, asking for the darkness in me to be dispelled. For many days since the turn of the recent events across the world, I have prayed to God to end the suffering of so many who are losing their lives without their families beside them, for the less-fortunate and the needy whose lives have turned upside down completely, for all the healthcare professionals who are working tirelessly & bravely to protect the lives of other beings, for those who are uncertain about their jobs and future. So tonight, I prayed extra for everyone and I lit diyas with the whole of India and we all prayed for each other. Prayers never go in vain. 🪔💜✨

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

To unity. To togetherness. To us! ✨🙏

A post shared by Vicky Kaushal (@vickykaushal09) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Let there be light…..there is light at the end of this dark tunnel….

A post shared by Karan Johar (@karanjohar) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

🪔 #9pm9minutes

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Because it’s always a good time to pray.. 🙏🏻🕯 For love, health and happiness.. ❤️❤️ #weareinthistogether #LetThereBeLight

A post shared by Kriti (@kritisanon) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#9pm9minutes 🙂 . . Sometimes this is all we need, a little light, a little unity and lots of goosebumps 🙂 we are in this together, one for all and all for one 🙂

A post shared by Kriti Kharbanda (@kriti.kharbanda) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

“May it be a light to u in dark places when all other lights go out “ (LOTR )….. 🪔 💛 #9baje9minute #staysafe #stayhome #togetherwearestronger

A post shared by Katrina Kaif (@katrinakaif) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement