সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড সেলেবরা যে পরিবেশপ্রেমী তার প্রমাণ এর আগেও একাধিকবার পাওয়া গিয়েছে। ভিন্ন পরিবেশবিরোধী ইস্যুতে বারবার গর্জে উঠেছেন বলি-তারকারা। তাঁরা যে প্রকৃতই প্রকৃতিপ্রেমী, তার প্রমাণ মিলল আরও একবার। এবার বৃহনমুম্বই মিউনিসিপাল করপোরেশনের (বিএমসি) বিরুদ্ধে আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, বিশাল দাদলানি, দিয়া মির্জার মতো একাধিক তারকারা সরব হলেন নির্বিচারে গাছ কাটার জন্য।
মুম্বইয়ের আরে বনাঞ্চল এখন বিপদে। কারণ, আধুনিক প্রযুক্তির নজর পড়েছে সেখানেও। যার জন্যে বৃহনমুম্বই মিউনিসিপাল করপোরেশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে থরে থরে সেই বনাঞ্চলের গাছ কেটে ফেলার। আর তার সংখ্যাও নেহাত কম নয়। প্রায় ২৭০০ গাছ কাটার নির্দেশ দিয়েছে উপরমহল। মুম্বইয়ের আরে কলোনি এবং সঞ্জয় গান্ধি জাতীয় উদ্যান যোগ করে মুম্বই মেট্রোর কারশেডের করিডর নির্মাণের জন্য বিস্তীর্ণ এলাকা দখল করেছে মুম্বই মেট্রোরেল কর্তৃপক্ষ। মুম্বই মেট্রোরেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে মুম্বই হাইকোর্ট। আদালতের এই রায়ের পরই আরে কলোনির জঙ্গল সাফাই অভিযান শুরু হয়ে গিয়েছে। প্রতিবাদে জড়ো হয়েছেন সাধারণ মানুষেরা। এর আগে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও আরে বনাঞ্চলের গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন।
মুম্বইয়ের সবুজ ফুসফুসের উপর এই আঘাত মেনে নিতে পারেননি সাধারণ মানুষ-সহ বলিউডের তারকারা। আর তাই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে মুখর হয়েছেন তাঁরা। এবার আলিয়া ভাট, দিয়া মির্জা, বিশাল দাদলানি এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো একাধিক বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন।
যেখানে প্রকৃতিকে বাঁচানোর জন্য ভারতে প্লাস্টিক বিরোধী অভিযান শুরু করেছে মোদি সরকার, সেখানে নির্বিচারে আরে বনাঞ্চলের গাছ কেটে ফেলাকে একেবারেই মেনে নিতে পারছেন না মুম্বইয়ের পরিবেশপ্রেমীরা। শুধু মায়ানগরীর বাসিন্দারাই নন, বিএমসি’র এই নির্দেশে গর্জে উঠেছেন গোটা দেশের পরিবেশপ্রেমীরাই। অতঃপর সোশ্যাল মিডিয়ায় ভিড় করেছে প্রতিবাদী বার্তারা।
Heard the terrible news about the cutting down of trees in #AareyForest started last night! The ecological imbalance this can cause is beyond control & it must stop. I urge the authorities to help #SaveAarey if not for us, for our future generations 🙏@narendramodi @Dev_Fadnavis
— Sidharth Malhotra (@SidMalhotra) October 5, 2019
There’s always been a conflict between development & conservation. Yes, the city needs to build infrastructure to support a growing population. But the city also needs trees & parks & greenery. We need to protect nature like life depends on it. Because it does.#LetMumbaiBreathe
— Alia Bhatt (@aliaa08) October 5, 2019
400 trees have been cut in the dead of the night. As citizens sang and joined hands in unity pleading to STOP this massacre. Can’t you see they are UNITED by love!?! Love for nature. Love for our children and our future. #Aarey #ClimateAction #ActNow #ChangeIsComing pic.twitter.com/7XCwSeaqDT
— Dia Mirza (@deespeak) October 5, 2019
In the cover of darkness the axe falls on our trees . RIP #AareyForest … we failed you . My heart breaks to know that by morning many proud erect trees will have fallen to human greed . pic.twitter.com/VJdnRl7o6c
— Onir (@IamOnir) October 4, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.