সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণ ঠেকাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জরুরি পরিষেবা ছাড়া বাইরে বের হওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যায় পড়েছেন দিনমজুররা। এবার তাঁদের পাশে দাঁড়াল বলিউড।
এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘I Stand With Humanity’। ইন্টারন্যাশন অ্যাসেসিয়েশন অফ হিউম্যান ভ্যালুজ, আর্ট অ্যান্ড লিভিং ফাউন্ডেশন ও ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি একত্রে এটি শুরু করেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিনমজুরদের পরিবার পিছু ১০ দিন প্রয়োজনীয় খাদ্যের জোগান দেবে তারা। রাজকুমার হিরানি টুইট করে জানিয়েছেন, দিনমজুরদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফিল্ম ফ্যাটারনিটি। সবাইকে এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তার জন্য প্রয়োজনীয় তথ্যও দিয়েছেন।
Let’s take care of the daily wage earners. Film fraternity has come together to help wholeheartedly. I pledge to contribute & support this initiative. Request you all to support the daily wage earners. https://t.co/0xWJ03dmw8 #iStandWithHumanity#MahaveerJain#ArtOfLiving #BMC pic.twitter.com/gYNANdbAL9
— Rajkumar Hirani (@RajkumarHirani) March 25, 2020
অভিনেত্রী তাপসী পান্নু টুইটারে লিখেছেন, যদি করোনা তাঁদের প্রাণ নাও নেয়, না খেতে পেয়েই তাঁরা মারা যাবেন। তাই এই সময় দিনমজুরদের পাশে দাঁড়ানোর আরজি জানিয়েছেন অভিনেত্রী।
This one for the daily wage workers. Because we need to do our bit for the ones who work with/for us.
If not corona , lack of basic food might take them down. Let’s help them to get through this. pic.twitter.com/kNexQyuJ1w— taapsee pannu (@taapsee) March 26, 2020
অভিনেতা আয়ুষ্মান খুরানা একে ‘মহৎ উদ্যোগ’ আখ্যা দিয়েছেন। লিখেছেন, ভারত ও ভারতীয়রা এই সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেকের মধ্যে এই পরিস্থিতিতে বদল আনার ক্ষমতা রয়েছে। এর জন্য একে অপরের খেয়াল রাখা জরুরি।
This is a truly noble initiative. I vow to support this & contribute. India & Indians are under threat & each one of us have the power to make a difference. Lets support and care for each other as much as we can in this time of crisis. https://t.co/sMEIVi1LjM #Istandwithhumanity pic.twitter.com/D8y5Ww2YXq
— Ayushmann Khurrana (@ayushmannk) March 25, 2020
এছাড়া দিয়া মির্জা, করণ জোহর, ভিকি কৌশলের মতো তারকারাও এই উদ্যোগককে সমর্থন জানিয়েছেন।
I pledge to contribute and support this initiative! This is a situation that needs all our help ,love , care and support! 🙏🙏🙏🙏❤️❤️❤️ https://t.co/VNY3Ud5fWk
— Karan Johar (@karanjohar) March 25, 2020
We are in this together. YES we will help #DailyWageEarners get through this with hope and dignity. I am contributing to this effort and i hope many others in our fraternity will do as well 🙏🏻🌏https://t.co/B6l7V3ojrl#iStandWithHumanity #ArtOfLiving #BMC#StayHomeStaySafe https://t.co/EGoXneCE8w
— Dia Mirza (@deespeak) March 26, 2020
প্রসঙ্গত, করোনা আতঙ্কে বলিউডে শুটিং বন্ধ হয়ে যাওয়ার পর ইন্ডাস্ট্রি টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়েছিলেন বলিউড তারকারা। প্রোডিউসার্স গিল্ড ইন্ডিয়ার সভাপতি সিদ্ধার্থ রায় কাপুর একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছিলেন, “COVID-19 সংক্রমণের জেরে ইন্ডাস্ট্রির সমস্ত কাজ বন্ধ। এমন অবস্থায় ইন্ডাস্ট্রিতে যাঁরা দিন মজুরির কাজ করেন, সেসমস্ত মানুষেরা সব থেকে বেশি প্রভাবিত হবেন। তাঁদের পাশে দাঁড়াতে প্রোডিউসার্স গিল্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি ত্রাণ তহবিল গঠন করার। গোটা বিনোদন জগতের কাছে অনুরোধ করছি মুক্ত হস্তে এই তহবিলে দান করার জন্যে।” এবার আরও একধাপ এগিয়ে দিনমজুরদের পাশে দাঁড়িয়ে নজির গড়ল বলিউড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.