সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণেশ চতুর্থী মানেই চোখের সামনে ভেসে ওঠে মুম্বইয়ের ছবি। বাংলার দুর্গাপুজোর মতোই এসময় রঙিন হয়ে ওঠে বাণিজ্যনগরী। চতুর্দিকে উৎসবের আমেজ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ গা ভাসান গণপতির আরাধনায়। সলমন খানের বাড়িতেও ধুমধাম করে সিদ্ধিদাতার পুজো হয়। তবে শুধুই দাবাং খান-ই নয়, গণপতির আগমনে সেজে ওঠে বলিউডের অনেক সেলেবের বাড়িই। তবে এবার করোনা আবহে গনেশ চতুর্থীকে (Ganesh Chaturthi 2020) ঘিরে জাকজমক অনেকটাই কম। আমন্ত্রিতের সংখ্যা কম। ভোগ বিতরণ, আলো-সাজসজ্জা সবই কেমন যেন ম্লান। কিন্তু তাতে কি, সিদ্ধিদাতার আরাধনায় যে কোনওরকম ভাঁটা পড়েনি, তা দেখিয়ে দিলেন তারকারা।
ছোট করে আয়োজন হলেও ভক্তিটাই তো আসল। সামাজিক দূরত্ব পালন করে, হাতে স্যানিটাইজার মেখে, মুখে মাস্ক এঁটে গণেশ আরাধনায় মেতেছেন শিল্পা শেট্টি, বিপাশা বসু, করিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, নীল নিতিন মুকেশ, হেমা মালিনি, বিদ্যা বালান, শঙ্কর মহাদেবন, জুহি চাওলা থেকে জুহি পরমারের মতো অনেকেই।
অসুস্থতা নিয়ে ছোট আয়োজন, তবুও গনপতিবন্দনায় মাতলেন ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্ত।
The celebrations aren’t as huge as they used to be every year but the faith in Bappa remains the same. I wish that this auspicious festival removes all the obstacles from our lives and bless us all with health and happiness. Ganpati Bappa Morya🙏🏻 pic.twitter.com/VDgMy86OKS
— Sanjay Dutt (@duttsanjay) August 22, 2020
গণেশ আরাধনায় সোনালি বেন্দ্রে।
শনিবার থেকেই উৎসবের মেজাজ মায়ানগরীতে। কিন্তু করোনা ভুলে হই হট্টগোল করলে মুশকিল! তাই আগেভাগেই সতর্কবাণী দিলেন অক্ষয় কুমার। বললেন, সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসবে মাতুন।
#HappyGaneshChaturthi to you and your family. Please continue maintaining social distancing, avoid inviting people home and visiting people’s homes. May our Vighnaharta help us tide over these difficult times 🙏 Ganpati Bappa Morya! pic.twitter.com/t92scLsf2D
— Akshay Kumar (@akshaykumar) August 22, 2020
তৈমুরের বানানো গণেশ মূর্তি দিয়ে অভিনব সিদ্ধিদাতা আরাধনা সইফ-করিনার।
স্বামী করণের সঙ্গে বাড়িতেই গণেশপুজো করলেন বঙ্গললনা বিপাশা বসু।
পরিবেশবান্ধব গনপতি বাপ্পার মূর্তি নিয়ে এলেন নীল নিতিন মুকেশ।
কঙ্গনা যে গণেশভক্ত, তা অনেকেরই জানা। তাই বেলা বাড়তেই পুজোর ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
पार्वती पुत्र, विघनहरता, श्री सिद्धिविनायक अपनी कृपा रखना बनाए प्रभु 🙏#HappyGaneshChaturthi #गणेशचतुर्थी #GaneshChaturthi #GaneshChaturthi2020 pic.twitter.com/7hcvXMaa8y
— Kangana Ranaut (@KanganaTeam) August 22, 2020
বাড়িতেই গণেশ মূর্তি বানিয়ে আরাধনায় মাতলেন রাজকুমার রাও।
আগের বছরের গণেশ চতুর্থীর বেশ কিছু ছবি কোলাজ করে শেয়ার করলেন মাধুরী দীক্ষিত।
गणपती बाप्पा मोरया ✨
Bappa’s arrival will be a little different this year as we fight through the pandemic. I’m remembering moments from previous years’ celebrations with friends, family & on sets.Wish you all a very blessed #GaneshChaturthi. Celebrate responsibly & stay safe🙏 pic.twitter.com/jh6rSiV6sn— Madhuri Dixit Nene (@MadhuriDixit) August 22, 2020
দূরদেশে বসে গণেশ চতুর্থীর স্মৃতি রোমন্থন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের।
Ganesh Chaturthi celebrations this year might be different from the usual but the spirit and faith will always remain the same.
May this festival bring a new beginning for all of us.🙏 #HappyGaneshChaturthi pic.twitter.com/obpuSg3VAp— PRIYANKA (@priyankachopra) August 22, 2020
গণেশ চতুর্থীতে সুস্বাস্থ্য সম্পদ এবং পদোন্নতির কামনায় হেমা মালিনি।
The most loved god of the hindu pantheon, Ganesh ji is the harbinger of good and is worshipped far and wide with fervour. May this Ganesh Chaturthi bring u all health, happiness & prosperity & save u from evil.🙏
Happy Ganesh Chaturthi🌺 pic.twitter.com/V9xkR3E50y— Hema Malini (@dreamgirlhema) August 22, 2020
গণেশ চতুর্থী যাপনের পুরনো ছবি ও ভিডিও কোলাজ করে অভিনব শুভেচ্ছাবার্তা অজয় দেবগনের।
Ganpati Bappa Morya 🙏#HappyGaneshChaturthi pic.twitter.com/oDhlWkZP9a
— Ajay Devgn (@ajaydevgn) August 22, 2020
নিজে হাঁতে মাত্র কয়েক মিনিটের মধ্যে বিঘ্নহর্তার ছবি আঁকলেন সোনাক্ষী সিনহা।
View this post on InstagramHappy Ganesh Chathurthi!!! From me and my home made Bappa ❤️ @artbyaslisona
গায়ক মিকা সিংয়ের বাড়িতে আত্মীয়-স্বজন নিয়ে এভাবেই পালিত হল গণেশ চতুর্থী।
মহারাষ্ট্রে উৎসব তো তাতে কি, গণেশ চতুর্থী পালনে মাতলেন সাংসদ মিমি চক্রবর্তীও।
Ganpati bappa maurya 🙏 pic.twitter.com/SLPgiAJdUa
— Mimssi (@mimichakraborty) August 22, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.