Advertisement
Advertisement
গণেশ চতুর্থী

সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবেশবান্ধব গণেশ চতুর্থী পালন তারকাদের, দেখুন ছবি

কেউ বা আবার বাড়িতেই গড়লেন গণেশের মূর্তি।

Bollywood celebrities Ganesh Chaturthi celebration 2020
Published by: Sandipta Bhanja
  • Posted:August 22, 2020 8:33 pm
  • Updated:August 30, 2021 1:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণেশ চতুর্থী মানেই চোখের সামনে ভেসে ওঠে মুম্বইয়ের ছবি। বাংলার দুর্গাপুজোর মতোই এসময় রঙিন হয়ে ওঠে বাণিজ্যনগরী। চতুর্দিকে উৎসবের আমেজ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ গা ভাসান গণপতির আরাধনায়। সলমন খানের বাড়িতেও ধুমধাম করে সিদ্ধিদাতার পুজো হয়। তবে শুধুই দাবাং খান-ই নয়, গণপতির আগমনে সেজে ওঠে বলিউডের অনেক সেলেবের বাড়িই। তবে এবার করোনা আবহে গনেশ চতুর্থীকে (Ganesh Chaturthi 2020) ঘিরে জাকজমক অনেকটাই কম। আমন্ত্রিতের সংখ্যা কম। ভোগ বিতরণ, আলো-সাজসজ্জা সবই কেমন যেন ম্লান। কিন্তু তাতে কি, সিদ্ধিদাতার আরাধনায় যে কোনওরকম ভাঁটা পড়েনি, তা দেখিয়ে দিলেন তারকারা।

ছোট করে আয়োজন হলেও ভক্তিটাই তো আসল। সামাজিক দূরত্ব পালন করে, হাতে স্যানিটাইজার মেখে, মুখে মাস্ক এঁটে গণেশ আরাধনায় মেতেছেন শিল্পা শেট্টি, বিপাশা বসু, করিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, নীল নিতিন মুকেশ, হেমা মালিনি, বিদ্যা বালান, শঙ্কর মহাদেবন, জুহি চাওলা থেকে জুহি পরমারের মতো অনেকেই।

Advertisement

অসুস্থতা নিয়ে ছোট আয়োজন, তবুও গনপতিবন্দনায় মাতলেন ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্ত।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

🌺 गणपति बाप्पा मोर्या 🌺 And He’s here!😍🙏🏻😍 ~ गणेश चतुर्थी की आप सभी को ढेर सारी शुभकामनाएँ🌺🙏🏻❤️ Wishing my #InstaFam and all a very Happy Ganesh Chaturthi❤️🙏🏻🌺 This year, we need Bappa’s presence and His blessings more than ever. I pray that we emerge victorious from these times with strength & wisdom, and embrace a better future together. May each one of us be blessed abundantly with tons of love, health, happiness, and success. Stay safe… stay healthy… stay strong!🙏🏻❤️ @rajkundra9 . Thank you, @punitbalanaofficial, for these thoughtful outfits loved twinning with the family ❤️🙏🤗 . . . #HappyGaneshChaturthi #GanapatiBappaMorya #Blessed #gratitude #happiness #familytime #FestivalsOfIndia #StayHealthy #StayHappy #StaySafe

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on

গণেশ আরাধনায় সোনালি বেন্দ্রে। 

শনিবার থেকেই উৎসবের মেজাজ মায়ানগরীতে। কিন্তু করোনা ভুলে হই হট্টগোল করলে মুশকিল! তাই আগেভাগেই সতর্কবাণী দিলেন অক্ষয় কুমার। বললেন, সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসবে মাতুন।

তৈমুরের বানানো গণেশ মূর্তি দিয়ে অভিনব সিদ্ধিদাতা আরাধনা সইফ-করিনার। 

স্বামী করণের সঙ্গে বাড়িতেই গণেশপুজো করলেন বঙ্গললনা বিপাশা বসু। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Ganpati Bappa Morya 🙏

A post shared by bipashabasusinghgrover (@bipashabasu) on

পরিবেশবান্ধব গনপতি বাপ্পার মূর্তি নিয়ে এলেন নীল নিতিন মুকেশ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

❤️🤗🙏🏻🙏🏻

A post shared by Neil Nitin Mukesh (@neilnitinmukesh) on

কঙ্গনা যে গণেশভক্ত, তা অনেকেরই জানা। তাই বেলা বাড়তেই পুজোর ছবি শেয়ার করলেন অভিনেত্রী।

বাড়িতেই গণেশ মূর্তি বানিয়ে আরাধনায় মাতলেন রাজকুমার রাও।

আগের বছরের গণেশ চতুর্থীর বেশ কিছু ছবি কোলাজ করে শেয়ার করলেন মাধুরী দীক্ষিত।

দূরদেশে বসে গণেশ চতুর্থীর স্মৃতি রোমন্থন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের। 

গণেশ চতুর্থীতে সুস্বাস্থ্য সম্পদ এবং পদোন্নতির কামনায় হেমা মালিনি। 

গণেশ চতুর্থী যাপনের পুরনো ছবি ও ভিডিও কোলাজ করে অভিনব শুভেচ্ছাবার্তা অজয় দেবগনের। 

নিজে হাঁতে মাত্র কয়েক মিনিটের মধ্যে বিঘ্নহর্তার ছবি আঁকলেন সোনাক্ষী সিনহা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happy Ganesh Chathurthi!!! From me and my home made Bappa ❤️ @artbyaslisona

A post shared by Sonakshi Sinha (@aslisona) on

গায়ক মিকা সিংয়ের বাড়িতে আত্মীয়-স্বজন নিয়ে এভাবেই পালিত হল গণেশ চতুর্থী। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Feeling so happy and positive.. May Ganpati Bappa bless everyone ..

A post shared by Mika Singh (@mikasingh) on

মহারাষ্ট্রে উৎসব তো তাতে কি, গণেশ চতুর্থী পালনে মাতলেন সাংসদ মিমি চক্রবর্তীও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement