সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিরনিদ্রায় বলিউড অভিনেতা ইরফান খান। মাত্র ৫৪ বছর বয়সে লক্ষাধিক গুণমুগ্ধকে কাঁদিয়ে চলে গেলেন পরপারে। বলিউড থেকে হলিউড, তাঁর অভিনয় গুণে মু্গ্ধ হয়েছিলেন অগণিত দর্শক। দীর্ঘদিন এক কঠিন ক্যানসারের সঙ্গে যুঝেছেন। মার্কিন মুলুকে চিকিৎসা করিয়ে গত বছরই দেশে ফিরে ‘আংরেজি মিডিয়াম’-এর শুট সেরেছেন। অনুরাগীদের উদ্দেশে লিখেছিলেন, অফুরন্ত ভালবাসা দেওয়ার জন্য এবং এভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই ভালবাসাই আমার যন্ত্রণায় প্রলেপ দিয়েছে। তাই আবার আপনাদের কাছেই ফিরছি। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে।” তবে শেষবার আর ফেরা হল না ইরফানের। বুধবার সকালেই এক খারাপ খবরে ঘুম ভাঙল বলিউডের। শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন, শাবানা আজমি, অনুপম খের, পরিচালক সুজিত সরকার, অজয় দেবগন, আর মাধবন, সোনম কাপুর থেকে বাংলার সাংসদ অভিনেত্রী নুসরত জাহান, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পার্ণো মিত্র। শোকবার্তা জ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে আসানসোলের বিজেপি সাংসদ তথা গায়ক বাবুল সুপ্রিয়ের মতো রাজনীতিকরাও।
প্রিয় বন্ধু ইরফানের প্রয়াণে শোকস্তব্ধ সুজিত লিখলেন, “তুমি লড়েছো, লড়ে গিয়েছ। আমি তোমাকে নিয়ে সবসময় গর্বিত। আবার আমাদের দেখা হবে। সুতপা ও বাবিলের জন্য সমবেদনা রইল। তোমরাও লড়াই করেছ। সুতপা তুমি সর্বস্ব দিয়ে লড়েছ। ওম শান্তি। ইরফান খান তোমাকে স্যালুট’।” সুজিতের ‘পিকু’ ছবিতে অভিনয় করেছিলেন ইরফান খান।
My dear friend Irfaan. You fought and fought and fought. I will always be proud of you.. we shall meet again.. condolences to Sutapa and Babil.. you too fought, Sutapa you gave everything possible in this fight. Peace and Om shanti. Irfaan Khan salute.
— Shoojit Sircar (@ShoojitSircar) April 29, 2020
‘পিকু’ সহ-অভিনেতা অমিতাভের মন্তব্য, “ইরফান একটি অবিশ্বাস্য প্রতিভার নাম। একজন দয়ালু সহকর্মী। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে যাঁর অবদান অনবদ্য। এক বিশাল শূন্যতা তৈরি করে খুব শীঘ্রই আমাদের ছেড়ে চলে গেলে তুমি।”
T 3516 – .. just getting news of the passing of Irfaan Khan .. this is a most disturbing and sad news .. 🙏
An incredible talent .. a gracious colleague .. a prolific contributor to the World of Cinema .. left us too soon .. creating a huge vacuum ..
Prayers and duas 🙏— Amitabh Bachchan (@SrBachchan) April 29, 2020
ভিডিওতে গলা বুজে এল অনুপম খেরের। ন্যাশনাল স্কুল অব ড্রামায় অনুপমের জুনিয়র ছিলেন ইরফান। কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন অনুপম খের। “ওঁর কথা পাস্ট টেন্সে বলতে হবে, ভাবতেই পারছি না! ইরফান এভাবে তো চলে যাওয়ার কথা ছিল না তোমার। মিস করব তোমাকে”, মন্তব্য অনুপমের।
Nothing can be more heartbreaking and tragic than the news of passing away of a dear friend, one of the finest actors and a wonderful human being #IrrfanKhan. Saddest day!! May his soul rest in peace. #OmShanti 🙏 pic.twitter.com/QSm05p7PfU
— Anupam Kher (@AnupamPKher) April 29, 2020
বাংলাদেশি পরিচালকের ছবি ‘ডুব’-এ অভিনয় করেছিলেন একসঙ্গে পার্ণো-ইরফান। বললেন, “একজন মানুষ যাঁর গুণমুগ্ধ আমি। একসঙ্গে এক ছবিতে কাজ করেছি। আপনাকে মিস করব।”
A man I’ve admired , an actor I’ve looked upto and and a co actor I’ve loved working with. You will be missed @irrfank . May your soul rest in peace. pic.twitter.com/6Gplo9LMWq
— P (@parnomittra) April 29, 2020
শাবানা আজমিও তাঁর চলচ্চিত্র জগতের অবদানের কথা উল্লেখ করে টুইট করলেন।
Deeply saddened to learn that #Irffan Khan passed away this morning. Gone too soon .. such a powerful actor and how valiantly he fought back the cancer. Its a big loss not only to his family but to the entire film industry. RIP
— Azmi Shabana (@AzmiShabana) April 29, 2020
মঙ্গলবারই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে ভরতি অভিনেতা। মুখপাত্র জানিয়েছিলেন, কোলোন ইনফেকশন নিয়ে তিনি ভরতি। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন। কিন্তু বুধবারই সব শেষ। বলিউড কাঁপানো অভিনেতা ৫৪ বছরেই বিদায় নিলেন।
Shocked to hear the demise of Legendary & exceptional Actor Irrfan Khan. Life is so unpredictable at times. My deepest condolences to the family & fans. #IrrfanKhan #PrayersAndDuas 🙏 pic.twitter.com/tnbmKOaGTl
— Nusrat (@nusratchirps) April 29, 2020
A fantastic costar, an actor par excellence ,and a beautiful human being , you are irreplaceable #irrfankhan. @irrfank We lost you too soon! Unbelievable. Om Shanti 🙏🏻 pic.twitter.com/QdEBiSUegw
— Raveena Tandon (@TandonRaveena) April 29, 2020
Actor Irrfan Khan Dies In Mumbai At 53. This is such a tragedy and heart. RIP Irfan sir. The industry has lost an exceptional artist and human. You will be so so missed . Spread the happiness in Heaven. https://t.co/smQygfHpMM
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 29, 2020
We have lost one of the finest Actor. He fought till the very end. Irrfan Khan you shall always be missed. Condolences to the Family. #IrrfanKhan #RestInPeace
— Boney Kapoor (@BoneyKapoor) April 29, 2020
Shocked to hear of the demise of Irrfan Khan, one of the most exceptional actors of our time. May his work always be remembered and his soul rest in peace
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 29, 2020
An inexplicable devastating loss to the ‘Artistic World’ #IrrfanKhan losing the battle of life is an irreparable loss to the Film Fraternity..
How unpredictable is life !!
Rest In Peace Man.
You shall always be remembered & HOW…. pic.twitter.com/wd3KZCMIks— Babul Supriyo (@SuPriyoBabul) April 29, 2020
Saddened at the passing away of the critically acclaimed film actor Irrfan Khan. He leaves behind a large body of work which will be his legacy for generations. I fondly recall him calling on me in Kolkata a few years ago. My condolences to his family, colleagues, fans & admirers
— Mamata Banerjee (@MamataOfficial) April 29, 2020
Very sad to hear about our dear colleague Irrfan. How tragic and sad. Such a wonderful talent. My heartfelt condolences to his family and friends.
Thank you Irrfan for all the joy you have brought to our lives through your work.
You will be fondly remembered.
Love.
a.— Aamir Khan (@aamir_khan) April 29, 2020
The charisma you brought to everything you did was pure magic. Your talent forged the way for so many in so many avenues.. You inspired so many of us. #IrrfanKhan you will truly be missed. Condolences to the family. pic.twitter.com/vjhd5aoFhc
— PRIYANKA (@priyankachopra) April 29, 2020
My 3rd film, my first day on set & I had the pleasure of standing in frame with you. It felt surreal then & it feels gut wrenching now to know that’s all the time we had together. Thank you for all the amazing work. Hope the pain is lesser wherever you are.
RIP Irrfan Sir. pic.twitter.com/PI3AHlTBaw— arjunk26 (@arjunk26) April 29, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.