Advertisement
Advertisement
Vidya Balan

মহালয়ায় কালীঘাটে পুজো দিলেন বিদ্যা বালান, কোনও সুখবর নাকি?

এই শহরে কেরিয়ার শুরু করেছিলেন বিদ্যা।

Bollywood Actress Vidya Balan at kalighat| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 14, 2023 11:23 am
  • Updated:October 14, 2023 12:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার সকালে কালীঘাটে পুজো দিলেন বলিউড অভিনেত্রী বিদ্য়া বালান। যে শহর থেকে কেরিয়ার শুরু করেছিলেন তিনি, সেই কলকাতাতে সুযোগ পেলেই চলে আসেন। আর কলকাতায় এলেই কালীঘাটে অবশ্য়ই যান। ব্যতিক্রম হল না এবারও। দেবীপক্ষের সূচনায় তিলোত্তমায় এসে মায়ের আরাধনায় মেতে উঠলেন বিদ্য়া।

মাথায় খোঁপা, গোলাপি শাড়িতে বিদ্য়া যেন বাঙালিকন্যা। কপালে কাটলেন তিলক। মহালয়ায় মায়ের আরাধনায় বিদ্যা।

Advertisement

সংবাদমাধ্যমকে বিদ্যা জানিয়েছেন, ব্যক্তিগত কিছু কাজে কলকাতায় এসেছেন তিনি। কলকাতা আসলেই কালীঘাটে পুজো দেন। এবারও তেমনটিই করলেন।

[আরও পড়ুন: ‘স্যাম বাহাদুর’-এর টিজারে ডেয়ারডেভিল আর্মি জেনারেল ভিকি কৌশল, কয়েক মিনিটেই চমক]

প্রসঙ্গত, হঠাৎ করেই বলিপাড়ায় রটে গেল সবার চোখের আড়ালে নাকি মা হয়েছেন অভিনেত্রী বিদ্য়া বালান। এমনকী, নিন্দুকরা বলছেন, বহু বছর ধরেই নাকি বিদ্য়া তাঁর কন্য়া সন্তানকে লুকিয়ে রেখেছেন সবার নজর থেকে। তবে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া নতুন এক ভিডিও দেখেই গুঞ্জন তু্ঙ্গে। যে ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দরে মেয়েকে আদর করছেন বিদ্য়া। আর তা দেখেই হইচই।

এক সংবাদমাধ্যমকে বিদ্যা জানিয়েছেন, ভিডিওর ওই বাচ্চা মেয়েটি তাঁর বোনের মেয়ে। তার নাম ইরা। বিদ্যার বোনের যমজ সন্তান একটি ছেলে, একটি মেয়ে। সম্পর্কে মাসি হলেও এই দুই খুদে বিদ্যার জীবনে সবকিছুই।

[আরও পড়ুন: বক্স অফিসের ফল যাই হোক, অস্কারে যাচ্ছে অক্ষয়ের ‘মিশন রানিগঞ্জ’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement