Advertisement
Advertisement

Breaking News

Urvashi Rautela

‘সকলের জীবনই মূল্যবান!’ উত্তপ্ত ইউক্রেন থেকে ভিডিও পোস্ট করে বার্তা ঊর্বশী রাউতেলার

এক তামিল ছবির শুটিংয়ে ইউক্রেনে রয়েছেন ঊবর্শী।

Urvashi Rautela who is currently in Ukraine shooting for her next upcoming project
Published by: Akash Misra
  • Posted:February 22, 2022 4:17 pm
  • Updated:February 22, 2022 6:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন (Ukraine) সীমান্তে যুদ্ধ পরিস্থিতি। এরই মাঝে, সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁরা শান্তি চায়, তবে কোনওভাবেই দেশের ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে না। প্রেসিডেন্টের এই মন্তব্যকে হুঙ্কার হিসেবেই দেখছে রাশিয়া। আর যার ফলাফল, ইউক্রেনের অবস্থান যেন বারুদস্তুপে। ঠিক এরকমই স্পর্শকাতর সময়ে ইউক্রেনে পৌঁছে গিয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela )। সেখান থেকেই সোমবার ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করলেন ঊর্বশী!

সুন্দরী প্রতিযোগিতা থেকে সোজা বলিউড পা রাখেন ঊর্বশী রাউতেলা। বেশ কয়েকটি সিনেমা ও সিরিজেও দেখা গিয়েছে ঊর্বশীকে। সম্প্রতি মিস ইউনিভার্সের বিচারকও হয়েছিলেন ঊর্বশী। তবে এবার এক তামিল ছবি ‘দ্য লেজেন্ডে’র শুটিংয়ের কারণেই ইউক্রেনে উড়ে গিয়েছেন অভিনেত্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘ক্রমাগত হুমকি পাচ্ছি’, ‘গেহরাইয়াঁ’ মুক্তির পর মুখ খুললেন পরিচালক শকুন বাত্রা ]

ঊর্বশী রাউতেলার (Urvashi Rautela ) ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে, দেশের রাজধানী কিয়েভের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ঊর্বশী। পরনে তাঁর লং কোট। ঊর্বশী রাউতেলা পোস্টে লিখলেন, ‘ফোনে বার্তালাপ বন্ধ, খবর থেকে অনেক দূরে। প্রকৃতির মাঝে মিশে রয়েছি। সকলের জীবনই মূল্যবান। প্রকৃতির মাঝে থাকলেই সেটা বুঝতে পারা যায়…! ‘

শুটিং থেকে দুদিনের বিরতি নিয়েছেন ঊর্বশী। আর সেই সুযোগে শহর ঘুরে দেখছেন তিনি নিজের মতো করে। নিজের সঙ্গেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তবে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির উত্তাপ থেকে যে অনেকটাই দূরে রয়েছেন অভিনেত্রী। তা বোঝা গেল তাঁর এই ইনস্টাগ্রাম পোস্ট থেকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by URVASHI RAUTELA 🇮🇳 (@urvashirautela)

[আরও পড়ুন: শহরে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র প্রচার, সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে মুখ খুললেন আলিয়া ]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement