সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী বলে কথা। গোটা রাজ্যের ভার যাঁর কাঁধে, তাঁর কি আর হাতে সময় থাকে। দলীয় বৈঠক, প্রশাসনিক দায়দায়িত্ব সামলাতে গিয়ে তাই আর স্বরা-ফাহাদের রিসেপশনে যোগ দেওয়া হল না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে চিঠি লিখে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মমতার চিঠি শেয়ার করে পালটা টুইট করেন অভিনেত্রী।
গত ১৬ ফেব্রুয়ারি ফাহাদ আহমদের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন স্বরা ভাস্কর। এক মাসের মধ্যে আবার দিল্লিতে দিদিমার বাড়িতে স্বরা সেরে ফেলেন সামাজিক বিয়ে। গায়ে হলুদ থেকে সংগীত সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিয়ের নানা অনুষ্ঠানের ছবি।
View this post on Instagram
বিয়ের পর হয় রিসেপশন। তাও ছিল বেশ জমকালো। বিনোদন জগতের তারকাদের পাশাপাশি রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, জয়া বচ্চনের মতো ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সেখানে।
View this post on Instagram
রিসেপশনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেত্রী। তবে সূত্রের খবর, নানা ব্যস্ততায় ওইদিন আর স্বরার রিসেপশনে যোগ দিতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী। তবে স্বরার মা-বাবাকে উদ্দেশ্য করে চিঠি পাঠান মমতা। চিঠির বয়ান অনুযায়ী, “আপনাদের মেয়ে স্বরার বিয়ের নিমন্ত্রণপত্র পেয়েছি। স্বরা ও ফাহাদকে আমার অনেক শুভেচ্ছা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওঁরা ভাল থাকুক। দু’জনকেই নতুন জীবনের শুভেচ্ছা।” ওই চিঠি টুইটারে শেয়ার করেন স্বরা। অভিনেত্রী ধন্যবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রীকে। তিনি লেখেন, “আপনার অনুপস্থিতি আমরা অনুভব করেছি। তবে আপনার এই আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেল।”
Thank you @MamataOfficial ma’am for your kind wishes, and gracious response to our invitation. We missed your presence at our reception but deeply appreciate this gracious gesture. 🙏🏽🙏🏽💚💚 @FahadZirarAhmad @theUdayB @SankarshanT pic.twitter.com/ECxrnkhwce
— Swara Bhasker (@ReallySwara) March 19, 2023
রিসেপশনে উজ্জ্বল গোলাপি লেহেঙ্গা, সঙ্গে ভারী গয়না পরেছিলেন স্বরা। আর ফাহাদের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি। বিখ্যাত ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা তাঁদের পোশাকের দায়িত্বে ছিলেন। পোশাকের সঙ্গে মানানসই গয়নায় সেজেছিলেন স্বরা।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.