সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না স্বরা ভাস্করের৷ পরিবর্তে বিভিন্ন বিষয়েই বারবার স্পষ্ট ভাষায় নিজের মতামত প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন৷ সে অভিনয় জগৎ হোক কিংবা রাজনীতির ময়দান, মন্তব্য তিনি করবেনই৷ ফের একবার তাঁর মন্তব্য নিয়ে পড়ে গিয়েছে শোরগোল৷ এবার তিনি তোপ দেগেছেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে৷
মালেগাঁও বিস্ফোরণের অন্যতম চক্রী হিসেবে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা। বিজেপির হয়ে ভোপাল লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন তিনি৷ কখনও দাবি করেছেন তাঁর অভিশাপেই ২৬/১১ মুম্বই হামলায় নিহত হয়েছিলেন এটিএস প্রধান হেমন্ত কারকারে। যদিও বিতর্কের মাঝে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন সাধ্বী৷ তবে এখানেই শেষ নয় বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভোপালের বিজেপি প্রার্থী৷ তিনি বলেছেন, ‘‘১৯৯২ সালের ৬ ডিসেম্বর গিয়েছিলেন বাবরি মসজিদ ভাঙতে। এবং এই ঘটনার জন্য গর্বিত।’’ প্রার্থী হওয়ার পর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসে গিয়েছেন সাধ্বী৷
সাধ্বীর বিতর্কিত মন্তব্যের সূত্র টেনে তাঁকে বিঁধেছেন স্বরা৷ অভিনেত্রী বলেছেন, “প্রজ্ঞা ঠাকুর বলেছিলেন তিনি হিন্দু এবং তাঁকে সন্ত্রাসের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। আমার কথায়, তাহলে উনি হিন্দু সন্ত্রাসবাদী।” অভিনেত্রীর আরও দাবি, সন্ত্রাস, গণহত্যা, খুন-জখম এসব পাপ। শুধু মুসলিমরাই নন, যে কোনও ধর্মের মানুষই এধরনের পাপ করেন। হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন ধর্মের মানুষরাও এমন নানা ঘটনায় অভিযুক্ত হতেই পারেন৷
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করেছেন স্বরা ভাস্কর৷ বাম ছাত্রনেতা কানহাইয়া কুমারের ভাল বন্ধু তিনি৷ বেশ কয়েকদিন আগে বেগুসরাইয়ের সিপিআই প্রার্থীর হয়ে প্রচারেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে৷ অন্যদিকে, কংগ্রেসকেও সমর্থন করেন তিনি৷ সাধ্বী প্রজ্ঞার সমালোচনার পাশাপাশি কংগ্রেসের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে৷ অভিনেত্রী বলেছেন, “কংগ্রেসের নির্বাচনী তালিকায় বিজেপির মতো কুকর্মে অভিযুক্ত কেউ নেই। কানহাইয়া আমার বন্ধু। ভোটে জিতলে ভারতীয় গণতন্ত্রের জয় হবে৷’’ স্বরার এই মন্তব্যকে হাতিয়ার করেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে গেরুয়া শিবির৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.