Advertisement
Advertisement

Breaking News

Raj Kundra seeking relief in porn case

Raj Kundra: পর্নোগ্রাফি মামলা থেকে মুক্তির আবেদন, আদালতের দ্বারস্থ শিল্পার স্বামী রাজ

বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন রাজ।

Bollywood actress Shilpa Shetty's husband Raj Kundra seeking relief in porn case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 25, 2022 12:32 pm
  • Updated:August 25, 2022 12:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্নোগ্রাফি মামলায় নাম জড়িয়েছে আগেই। জেলেও থাকতে হয় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra)। এই মামলাতেই এবার স্বস্তি চাইলেন। ম্যাজিস্ট্রেট কোর্টে ইতিমধ্যে সে আবেদন জানানো হয়েছে। জানা গিয়েছে, তাঁর আইনজীবী প্রশান্ত প্যাটেল গত ২০ জুলাই এই আরজি জানিয়েছেন। তবে বুধবার সেকথা প্রকাশ্যে আসে।

Businessman lodged cheating case against Shilpa Shetty and her husband Raj Kundra

Advertisement

গত বছরের জুলাই মাসে অনৈতিকভাবে পর্ন ফিল্ম ও ভিডিও তৈরির অভিযোগে গ্রেপ্তার হন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। রাজের বিরুদ্ধে অভিযোগ ওঠে, HotShots অ্যাপের মাধ্যমে নাকি এই পর্নোগ্রাফির ব্যবসা রমরমিয়ে চালাতেন রাজ ও তাঁর সঙ্গীরা। অ্যাপের যে স্ক্রিনশট ভাইরাল হয় তাতে ‘মিসিং কন্ডোম’, ‘গেট ডার্টি’, ‘বিকিনি যোগা’র মতো কনটেন্ট দেখা যায়।

[আরও পড়ুন: সৎ মায়ের বঞ্চনায় ঠাঁই হয়েছিল আস্তাকুঁড়ে, নতুন ঠিকানা দিয়ে মানবিক বিচারপতি গঙ্গোপাধ্যায়]

সূত্রের খবর, শর্ট ফিল্ম, HD ভিডিও, ফটোশুটের ভিডিও আপলোড করা হত। আবার লাস্যময়ী মডেলদের সঙ্গে নাকি লাইভ কমিউনিকেশন করার সুযোগও থাকত। গ্রেপ্তার হওয়ার দু’মাস পর গত বছরের ১৯ জুলাই জামিন পান রাজ কুন্দ্রা।

Raj Kundra transfers 5 flats worth Rs 38.5 crore to his wife Shilpa Shetty

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্কোয়ারফিট ইন্ডিয়া ডট কম নামের এক ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, রাজ কুন্দ্রা শিল্পাকে ৩৮.৫ কোটি মূল্যের মোট ৫টি ফ্ল্যাট হস্তান্তর করেছেন। জানা গিয়েছে, শিল্পা শেট্টির কাছে স্থানান্তরিত সম্পত্তির মোট এলাকা ৫,৯৯৬ বর্গ ফুট। এই তথ্য সামনে আসার পর ফের বিতর্কে জড়ান শিল্পার স্বামী। অভিযোগ, পুরো সম্পত্তি পর্ন ব্যবসা থেকে রোজগার করা টাকা দিয়েই কিনেছিলেন রাজ। এরপর ইডি’র নজরেও পড়েন রাজ কুন্দ্রা। যদিও নিজেকে বারবারই নির্দোষ বলে দাবি করেন তিনি। আর এবার মামলা থেকে স্বস্তি চাইলেন শিল্পার স্বামী।

[আরও পড়ুন: পার্সেলের ভিতর থেকে বিপ বিপ শব্দ, জিপিওতে টাইম বোমা আতঙ্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement