Advertisement
Advertisement
Rimi Sen

আর্থিক জালিয়াতির শিকার অভিনেত্রী রিমি সেন, খোয়ালেন ৪ কোটি টাকা!

মুম্বইয়ের এক ব্যবসায়ীকে টাকা দিয়েই বিপাকে পড়েছেন রিমি।

Bollywood Actress Rimi Sen gets duped of Rs 4.14 crore by a Mumbai based businessman, actress files FIR | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 31, 2022 6:47 pm
  • Updated:March 31, 2022 9:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ঝটকায় ৪ কোটি ১৪ লক্ষ টাকা খোয়ালেন বলিউডের বাঙালি অভিনেত্রী রিমি সেন (Rimi Sen)। টাকা বিনিয়োগ করতে গিয়েই জালিয়াতির শিকার হলেন অভিনেত্রী। রিমি অভিযোগ, গোরেগাঁওয়ের এক ব্যবসায়ীই তাঁর সঙ্গে জালিয়াতি করেছে।

পুলিশের কাছে এফআইআর দায়ের করে রিমি সেন জানিয়েছেন, জিম করতে গিয়ে যতীন ব্যাস নামে এক ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয় তাঁর। সেই ব্যবসায়ীই রিমিকে তাঁর নতুন ব্যবসায় টাকা বিনিয়োগ করতে বলেন। এমনকী, ব্যবসায়ী যতীন রিমিকে নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন ২৮ থেকে ৩০ শতাংশ লাভের অঙ্ক দেবেন রিমিকে। রিমির অভিযোগ, লাভের টাকা তিনি পাননি এবং বিনিয়োগের টাকাও রিমিকে দেওয়া হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল বিমান সংস্থা! ‘সবার হয়ে প্রতিবাদ করেছি!’ মন্তব্য অভিনেত্রীর ]

অভিযোগপত্রে রিমি লিখেছেন, ২০১৯ সালে ফেব্রুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত ওই ব্যবসায় এক কোটি টাকা লগ্নি করেছিলেন রিমি। তারপর সেই বছরই অক্টোবর মাসে আরও তিন কোটি ১৪ লাখ টাকা লগ্নি করেন অভিনেত্রী। কিন্তু আজ পর্যন্ত লাভের অঙ্ক চোখেও দেখেননি তিনি। রিমির কথায়, প্রতিশ্রুতি মতো টাকা না পেয়ে সিকিউরিটি ডিপোজিটের টাকা তুলতে গেলেই সব কিছু বুঝতে পারেন। তারপরই পুলিশের দ্বারস্থ হন ‘ধুম’ ছবির নায়িকা।

Rimi sen

বলিউডের পর্দায় বহুদিন ধরেই দেখা যায় না তাঁকে। কয়েকটি দক্ষিণী ছবিতে অবশ্য অভিনয় করেছেন রিমি। বিজ্ঞাপনেও দেখা যায় তাঁকে। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বলিউডে রাজনীতির শিকার হয়ে কাজ হারানোর কথাও জানিয়ে ছিলেন রিমি।

[আরও পড়ুন: এবার ‘কাঁচা বাদামে’র তালে নেচে উঠলেন মাধুরী দীক্ষিত! পার্টনার রীতেশ দেশমুখ ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement