সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকাল অনুরাগীদের সঙ্গে ক্য়ামেরা বন্দি হতে গিয়ে রেগে আগুন হচ্ছেন বলিউড সেলেবরা। তা শাহরুখ হোক বা সলমন কিংবা সঞ্জয় দত্ত। স্টারদের এমন আচরণে মাঝে মধ্য়েই নিন্দার ঝড় উঠছে সোশাল মিডিয়ায়। আর এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড ডিভা রেখাও। হ্য়াঁ, সম্প্রতি এক ফিল্মি অনুষ্ঠানে রেখার সঙ্গে এক অনুরাগী সেলফি তুলতে চাইলে, অনুরাগীর গালে চড় মারেন রেখা। এমনকী, শেষমেশ সেলফিও তোলেন না। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে যায় নেটপাড়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সাবেকি পোশাকে এক ফিল্মি অনুষ্ঠানে হাজির হয়েছেন রেখা। সেখানেই এক ফটো শিকারি, যিনি কিনা রেখার ভক্তও, অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। ব্যস, হঠাৎই রেগে যান রেখা। তার পর অনুরাগীর গালে কষিয়ে চড়! পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করতে অনুরাগীর সঙ্গে রসিকতাও করেছেন অভিনেত্রী।
View this post on Instagram
প্রসঙ্গত, মহিলা সহকারী ফরজানার সঙ্গে নাকি সহবাস করেন রেখা! সম্প্রতি অভিনেত্রীর আত্মজীবনীর এমন বিস্ফোরক দাবী নিয়ে সমাজ মাধ্যমের পাতায় শোরগোল পড়ে গিয়েছিল। তবে চিরকালই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে বাঁচেন। ব্যক্তিগতজীবন হোক কিংবা সিনেপর্দা, বারবার সমাজের প্রচলিত ধ্যান-ধারণাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাঁর ছকভাঙা চিন্তাধারা। এবারও বিতর্কের মাঝেই নিজের গাড়িতে মহিলা সহকারীকে পাশে বসিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন রেখা। এদিনও রেখার পাশেই ছিলেন ফরজানা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.