Advertisement
Advertisement

Breaking News

Bollywood actress Parineeti Chopra blushes amid reports of her engagement

বিদেশের মাটিতে এক হবে চারহাত? বিয়ের গুঞ্জনের মাঝে পরিণীতির লন্ডন সফরে তুঙ্গে জল্পনা

শোনা যাচ্ছে, আগামী ১০ এপ্রিল জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন পরিণীতি-রাঘব।

Bollywood actress Parineeti Chopra blushes amid reports of her engagement । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 6, 2023 1:23 pm
  • Updated:April 6, 2023 1:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ের গুঞ্জন। আগামী ১০ এপ্রিল নাকি জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন দু’জনে। তবে তারই মাঝে লন্ডনে পাড়ি দিলেন অভিনেত্রী। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের প্রশ্নে হেসে জবাব দিলেন তিনি। প্রমাণ হিসাবে বোর্ডিং পাস দেখানোর প্রস্তাবও দিলেন। আচমকা পরিণীতির লন্ডন সফর নিয়ে জল্পনা আরও জোরাল হয়েছে। তবে কি বিদেশের মাটিতেই এক হবে দুই মন? চলছে জোর চর্চা।

বুধবার মুম্বই বিমানবন্দরে দেখা যায় পরিণীতিকে। পরনে লাল সোয়েটার, কালো প্যান্ট এবং বুট। হাসিমুখে অভিনেত্রীকে এগিয়ে আসতে দেখেই তাঁকে কার্যত ঘিরে ফেলেন পাপারাৎজিরা। ক্যামেরার ঝলকানিতে ভরে যায় বিমানবন্দর। পাপারাৎজিরা বলতে শুরু করেন, আগামী ১০ এপ্রিল তো বাগদান। সেকথা বিশেষ আমল না দিয়েই এগোতে থাকেন অভিনেত্রী। মুখে তখনও হাসির রেশ। এরপর পরিণীতি জানান, তিনি লন্ডনে যাচ্ছেন। বোর্ডিং পাস দেখাবেন কিনা, সে প্রশ্নও ছুঁড়ে দেন। তবে কি লন্ডনে চারহাত এক হবে, আপাতত তা নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া।

Advertisement

[আরও পড়ুন: যোগ্য এবং শিক্ষিত স্ত্রী’দের খোরপোশ দেওয়া বাধ্যতামূলক নয়! বলছে দিল্লির আদালত]

পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন ফিসফাস শুরু হয় রেস্তরাঁ কাণ্ড থেকে। মুম্বইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দু’জনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরাঁয় লাঞ্চে যান দু’জন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়। সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, “রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।” বিয়ে করলে সেখবর জানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন রাজনীতিবিদ। পরিণীতি বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি ঠিকই। তবে গুঞ্জনে জলও ঢালেননি কখনও।

[আরও পড়ুন: হনুমান জয়ন্তী: কেমন কাজ করছে কেন্দ্রীয় বাহিনী? কতটা নিরাপদ বঙ্গবাসী? জানতে পথে রাজ্যপাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement