Advertisement
Advertisement
Kangana Ranaut

‘হিন্দি ভাষাকে অবজ্ঞার অর্থ সংবিধানকে অবমাননা!’ বিস্ফোরক কঙ্গনা

অভিনেত্রীর মতে, সংস্কৃতই হোক রাষ্ট্রভাষা।

Kangana Ranaut reacts to the Hindi language debate | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 30, 2022 5:12 pm
  • Updated:April 30, 2022 10:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে অভিনেতা অজয় দেবগন দাবি করেছিলেন, হিন্দিই ভারতের রাষ্ট্রভাষা। অজয়ের এই মন্তব্যের তীব্র বিরোধিতা দক্ষিণী অভিনেতা সুদীপ। আর এবার রাষ্ট্রভাষা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সম্প্রতি কঙ্গনা তাঁর নতুন ছবি ‘ধকড়’ ছবির প্রোমোশনে এসে স্পষ্ট জানালেন, “ রাষ্ট্রীয় ভাষা কি, এর কোনও সঠিক উত্তর নেই। বিষয়টি বহুমাত্রিক। আমাদের দেশ বৈচিত্র্যে ভরা। প্রচুর ভাষা, একাধিক সংস্কৃতি রয়েছে। নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার প্রত্যেকের আছে। নিজের সংস্কৃতি নিয়ে গর্ব করার অধিকারও সবার আছে। তবে গোটা দেশকে একসুতোয় বেঁধে রাখা অত্যন্ত জরুরি। এবং এর জন্য একটি নির্দিষ্ট ভাষার প্রয়োজন রয়েছে। সেই কারণেই সংবিধান অনুযায়ী, হিন্দি হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা।”

[আরও পড়ুন: ‘বেলাশেষে’র পর ‘বেলাশুরু’, ফের পর্দায় প্রয়াত সৌমিত্র ও স্বাতীলেখা জুটি, দেখুন ট্রেলার]

এই বিষয়ে কঙ্গনা আরও জানান, যদি কেউ মনে করেন হিন্দি ভাষাকে অবজ্ঞা করবেন, তাহলে তিনি আসলে সংবিধানকে অবজ্ঞা করছেন। অসম্মান করছেন কেন্দ্রীয় সরকারকে। কঙ্গনা রানাউতের কথায়, “আমার মতে সংস্কৃত ভাষাকে জাতীয় ভাষার তকমা দেওয়া উচিত। কারণ, ওই ভাষা থেকে তামিল, কন্নড়, গুজরাটি, হিন্দির মতো ভাষাগুলির সৃষ্টি হয়েছে।”

Advertisement

Kangana Says Shah Rukh Khan, Priyanka Chopra, Akshay Kumar, and Ranveer Singh failed as hosts

কিছুদিন আগেই নতুন করে দেশের প্রধান ভাষা হিসেবে হিন্দির (Hindi) পক্ষে সওয়াল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যার বিরোধিতায় আসরে নেমেছিলেন দক্ষিণের কিংবদন্তি সঙ্গীত পরিচালক এআর রহমান (AR Rahaman)। অমিত শাহর সেই কথা থেকেই শুরু হয় বিতর্ক।

Kangana Ranaut

[আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর ‘ধাকড়’ ছবির ট্রেলার, রণংদেহী মেজাজে কঙ্গনা, সঙ্গী শাশ্বত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement