Advertisement
Advertisement

‘ইন্ডিয়ান ২’র সেটে দুর্ঘটনা, জিজ্ঞাসাবাদের জন্য কাজল আগারওয়ালকে ডেকে পাঠাল পুলিশ

এর আগে কমল হাসান ও পরিচালক শংকরকে সমন পাঠিয়েছিল পুলিশ।

Bollywood actress Kajal Aaagrwal summoned for Indian 2 set accident
Published by: Bishakha Pal
  • Posted:March 6, 2020 3:28 pm
  • Updated:March 6, 2020 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইন্ডিয়ান ২’ ছবির সেটে দুর্ঘটনাক কারণে পরিচালক শংকর ও অভিনেতা কমল হাসানকে শমন পাঠিয়েছিল চেন্নাই পুলিশ। এবার একই কারণে সমন পাঠানো হল অভিনেত্রী কাজল আগারওয়ালকে। দুর্ঘটনার দিন তিনিও সেটে উপস্থিত ছিলেন। কিন্তু অল্পের জন্য রক্ষা পান তিনি। তাঁর কোনও আঘাত লাগেনি।

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চেন্নাইয়ের একটি স্টুডিওয় ‘ইন্ডিয়ান-২’ ছবির শুটিং চলছিল। মোটা বাজেটের ছবি। ছবিরই এক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন দেড়শ ফুট উচু ক্রেনের ওপর থাকা লাইটের সেট-আপ ভেঙে পড়ে। ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। সেখানেই পরিচালক শংকর উপস্থিত থাকলেও একটুর জন্য প্রাণে বেঁচে যান তিনি। তবে, তাঁর পায়ে আঘাত লাগে। শুটিংয়ের সময় কমল হাসানও সেখানেই ছিলেন। তবে একটু দূরে থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান। অল্পের জন্য বেঁচে যান অভিনেত্রী কাজল আগারওয়ালও। দুর্ঘটনার পর অভিনেতা কমল হাসান ও পরিচালক শংকরকে সমন পাঠিয়েছিল চেন্নাই পুলিশ। কিছুদিন আগে চেন্নাই পুলিশের কাছে হাজিরা দেন কমল হাসান। কিন্তু শংকর এখনও পুলিশের সম্মুখীন হননি। আর কাজল আগারওয়ালকে এবার সমন পাঠানো হল।

Advertisement

[ আরও পড়ুন: ‘এঁরাই নম্বর ওয়ান কুলি’, নারী দিবসের প্রাক্কালে ছবি শেয়ার করে কুর্নিশ বরুণ ধাওয়ানের ]

তবে দুর্ঘটনার তদন্ত শুরু করার পর একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটির যে স্টুডিওতে শুটিং চলছিল, লোকেশন হিসেবে অনেক দিন আগেই সেই জায়গাকে নিষিদ্ধ করে দিয়েছিল FEFSI (Film Employees Federation of South India)। এ প্রসঙ্গে FEFSI আধিকারিক বলেন, “দুর্ঘটনায় চন্দ্রন নামে যে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টের মৃত্যু হয়েছে তিনি এই সংগঠনের একজন সদস্য ছিলেন। শুধুমাত্র উদাসীনতার জন্য আমরা চন্দ্রনের মতো একজন দক্ষ কর্মীকে হারালাম। FEFSI অনেকদিন আগেই ইভিপি স্টুডিওকে ‘ব্যানড’ করে দেওয়া হয়েছে। গতবছরও বেশ কিছু বিগ বাজেট ছবির শুটিং করার অনুমতি দেওয়া হয়নি সেখানে। কর্তৃপক্ষের অনুরোধের জন্যই ইভিপিতে আবার শুটিংয়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে ‘ইন্ডিয়ান ২’ শুটিংয়ের আগে যদি যথাযথভাবে সাবধানতা অবলম্বন করা হত কিংবা এই বিষয়গুলি একটু মাথায় রাখা হত, তাহলে হয়তো এরকম তরতাজা তিনটে প্রাণ হারাতে হত না।”

[ আরও পড়ুন: ‘থাপ্পড়’ দেখে অভিনব উদ্যোগ রাজস্থান পুলিশের, মহিলাদের জন্য চালু হল বিশেষ হেল্পলাইন নম্বর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement