Advertisement
Advertisement

ভয়াবহ দুর্ঘটনার কবলে আমিশা! কী বললেন অভিনেত্রী?

সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ছবি।

Bollywood actress Ameesha Patel opens up about her accident
Published by: Bishakha Pal
  • Posted:August 29, 2019 2:08 pm
  • Updated:August 29, 2019 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে আজকাল আমিশা প্যাটেলকে তেমন দেখা যায় না। কিন্তু অভিনয় জীবন থেকে একেবারে বিদায় নেননি তিনি। তাই তাঁর ফ্যান ফলোয়ার্সের অভাব নেই। তার উপর সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ আমিশা। স্বাভাবিকভাবেই তাঁর দুর্ঘটনার খবরে অভিনেত্রীর ভক্তদের মনে ভয়ই ঢুকেছিল। কিন্তু অভিনেত্রী জানিয়েছেন এই খবর আদ্যোপান্ত ভুয়ো। যারা এই খবর রটিয়েছে, তাদের একহাত নিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশ পায়, মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটেছে আমিশা প্যাটেলের। দুর্ঘটনায় এতটাই আহত অভিনেত্রী, যে তাঁর অবস্থা নাকি বেশ শোচনীয়। তাঁর গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি ভাঙা গাড়ির ছবিও প্রকাশ পেয়েছে ওই সংবাদমাধ্যমে। খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অভিনেত্রী এখন কেমন রয়েছেন, তা জানতে হুড়োহুড়ি পড়ে যায়। একের পর মেসেজ ও ফোন আসতে থাকে আমিশার মোবাইলে। আর এতেই তিতিবিরক্ত অভিনেত্রী।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Hey everyone .. I am totally fine .. I have not had any car accident at all .. I’m safe and sound .. thank u all for the concern .. I don’t know why such false rumours are being spread 💖💖💖💖

A post shared by Ameesha Patel (@ameeshapatel9) on

[ আরও পড়ুন: আকাশ ছোঁয়ার স্বপ্ন, ‘দ্য কার্গিল গার্ল’-এর পোস্টারে আত্মপ্রকাশ মেঘবালিকা জাহ্নবীর ]

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, তিনি সম্পূর্ণ ঠিক আছেন। তাঁর কিচ্ছু হয়নি। এমনকী কোনও দুর্ঘটনাও ঘটেনি বলে জানান আমিশা। হঠাৎ কেমন এমন ভুয়ো খবর ছড়িয়ে পড়ল, তা নিয়ে আমিশা নিজেই অবাক। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমিশা এও জানিয়েছেন, মুম্বই-পুনে হাইওয়েতে তাঁর দুর্ঘটনা ঘটবে কী করে? তিনি তো ওখানে যাননি। আজ তো নয়ই, গত ৬ মাস ওই পথ মাড়াননি তিনি। “সাংবাদিকতা কোথায় পৌঁছে গিয়েছে? আমি সম্পূর্ণ সুস্থ আছি। অবস্থা শোচনীয় হওয়ার কোনও কারণই তো দেখতে পাচ্ছি না।” বলেছেন অভিনেত্রী। তবে হঠাৎ কেন বা কীভাবে অভিনেত্রীর দুর্ঘটনার ভুয়ো খবর ছড়িয়ে পড়ল, তা নিয়ে এখনও কোনও সূত্র পাওয়া যায়নি।

ফিল্ম কেরিয়ারের গ্রাফ আমিশার এখন অনেকটা নিচের দিকে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে। তবে ছবিটি বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। অজয় সিং অবশ্য খুব একটা অখ্যাত প্রযোজক নন। তাঁর পরবর্তী ছবি ‘ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ’। এই ছবিটিও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি।

[ আরও পড়ুন: হুবহু অক্ষয় কুমার! কাশ্মীরি ব্যক্তিকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

I’m safe .. all rumours of me meeting with a car accident are false 🌈🌈🌈🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

A post shared by Ameesha Patel (@ameeshapatel9) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement