Advertisement
Advertisement

জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত, গ্রেপ্তার হতে পারেন আমিশা প্যাটেল

অভিনেত্রীর বিরুদ্ধে জারি করা হল সমন।

Bollywood actress Ameesha Patel could be jailed for fraud case
Published by: Sandipta Bhanja
  • Posted:June 30, 2019 4:10 pm
  • Updated:June 30, 2019 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি বিপাকে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। আর্থিক জালিয়াতির দায়ে মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। অভিনেত্রীর বিরুদ্ধে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছেন প্রযোজক অজয় কুমার সিং। প্রযোজকের দায়ের করা মামলার ভিত্তিতেই আমিশা প্যাটেলকে সমন পাঠাল রাঁচি আদালত।

[আরও পড়ুন:  অভিনয় করা ধর্মের বিরুদ্ধাচরণ, বলিউড থেকে বিদায় নিলেন জায়রা]

Advertisement

টাকা প্রতারণার অভিযোগ শুধু আমিশার উপর নয়, উঠেছে আরও একজনের বিরুদ্ধেও। তিনি কুণাল গুমের। আমিশা প্যাটেলের বিজনেস পার্টনার। অজয় অভিযোগ তুলেছেন, গতবছর মার্চ মাসে তিনি আমিশা ও কুণালকে ২.৫ কোটি টাকা দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন ওই টাকা দিয়ে ছবি বানাবেন। অজয় সিংকে আমিশা নাকি এও বলেছিলেন, ২০১৮ সালের জুন মাসের মধ্যেই সেই ছবি মুক্তি পাবে। কিন্তু বছর গড়িয়ে গেল। ছবিটি মুক্তি পেল না। তাই তিনি দু’জনকে সেকথা জিজ্ঞাসা করেন। তাঁরা জানান, কোনও এক কারণে ছবিটি করা হয়ে ওঠেনি। কিন্তু ওই আড়াই কোটি টাকা ফিরিয়ে দিতে রাজি ছিলেন আমিশা ও কুণাল। আড়াই কোটি টাকার পরিবর্তে তিন কোটির চেক দেন আমিশা। কিন্তু চেক বাউন্স করে যায়। এরপর অজয় সিং ফের আমিশা আর কুণালের কাছে যান। তাঁদের বলেন, চেক বাউন্স করেছে। কিন্তু এবার টাকা দিতে নারাজ তাঁরা। উলটে অভিনেত্রীর সঙ্গে সমাজের প্রভাবশালী কিছু লোকের ছবি দেখিয়ে তাঁকে নিরস্ত করার চেষ্টা করেন কুণাল। ছবিগুলি দেখিয়ে অজয়কে হুমকি দেওয়া হয়। এও বলা হয় বেশি বাড়াবাড়ি করলে ফল ভাল হবে না। এরপরই আদালতের দ্বারস্থ হন ওই প্রযোজক।

[আরও পড়ুন:  ‘ধর্মের দোহাই দিয়ে ভেদাভেদ মানি না’, ফতোয়া উড়িয়ে মন্তব্য নুসরতের]

এই ঘটনার সূত্রপাত একটি ছবিকে ঘিরে। জিমি শেরগিল এবং মাহি গিল অভিনীত ‘ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ’ ছবির সহ-অভিনেত্রী ছিলেন আমিশা। সেই সময় ছবির প্রযোজক অজয় সিংয়ের কাছ থেকে ২.৫ কোটি টাকা ধার নেন আমিশা ও কুণাল। সেই টাকা দিয়ে নিজেদের প্রোডাকশন হাউসের ব্যানারে প্রথম ছবি ‘দেশি ম্যাজিক’ প্রযোজনা করার কথা ছিল তাঁদের। তাঁরা কথাও দিয়েছিলেন কয়েক মাসের মধ্যেই ধারের টাকা ফেরত দিয়ে দেবেন। সঙ্গে ছবির লভ্যাংশও দেবেন অজয় কুমার সিংকে। কিন্তু সেসব কিছুই ঘটেনি। তাই আদালতের দ্বারস্থ হন তিনি। ঘটনার প্রেক্ষিতে আগামী ৮ জুলাই, রাঁচি আদালতে মামলার পরবর্তী শুনানির সময় উপস্থিত থাকতে হবে অভিনেত্রী ও তাঁর বিজনেজ পার্টনার কুণালকে। নতুবা গ্রেপ্তার হতে পারেন আমিশা এবং তাঁর ব্যবসায়ী সঙ্গী। ইতিমধ্যেই রাঁচি আদালতের তরফে আমিশা ও কুণালের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement