Advertisement
Advertisement

ছুরি দেখিয়ে ভিকি কৌশলের নায়িকার বাড়ি থেকে লুট সাড়ে ৬ লাখ টাকা! পলাতক ৩ দুষ্কৃতী

অভিনেত্রীর অভিযোগ, এই তিন দুষ্কৃতী তাঁর গলায় ছুরি ধরে টাকা লুট করেছে।

Bollywood Actress Alankrita Sahai robbed of Rs 6 Lakh at knifepoint | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 8, 2021 4:09 pm
  • Updated:September 8, 2021 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের মডেল অভিনেত্রী অলঙ্কৃতা সহায়-এর (Alankrita Sahai) বাড়িতে ঢুকে সাড়ে ৬ লাখ টাকা লুট করল তিন দুষ্কৃতী। অভিনেত্রীর অভিযোগ, মঙ্গলবার চণ্ডীগড়ে তাঁর বাড়িতে মুখোশ পরে হঠাৎই হামলা করে তিন ব্যক্তি। অভিনেত্রীর অভিযোগ, এই তিন দুষ্কৃতী অভিনেত্রীর গলায় ছুরি ধরে টাকা লুট করেছে।

সূত্রের খবর অনুযায়ী, কয়েক দিন আগে বাড়ির জন্য বেশ কিছু আসবাব কেনেন অলঙ্কৃতা। সেই নতুন আসবাব ডেলিভারি করার জন্য গত রবিবারই বাড়িতে আসেন কয়েকজন কর্মচারী। পুলিশ অনুমান করছে, এই তিনজন দুষ্কৃতীর মধ্যে একজন ওই দোকানের কর্মচারী হতে পারে। তবে তদন্ত এগলেই এটা স্পষ্ট হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

Advertisement

এই ঘটনার লিখিত অভিযোগে অভিনেত্রী জানিয়েছেন, ডাকাতির সময় একজন আমার থেকে এটিএম কার্ড ছিনিয়ে নেয়। আর দু’ জন আমার উপর নজর রেখেছিল। কিছুক্ষণ বাদে ৫০ হাজার টাকা ও এটিএম কার্ড আমার হাতে ফিরিয়ে দিয়ে তারা চলে যায়। অভিযোগ পত্রে অভিনেত্রী আরও লেখেন, সাহায্যের জন্য তিনি চিৎকার করলে, বারান্দা দিয়ে লাফ দিয়ে তারা পালিয়ে যায়। তারপরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

[আরও পড়ুন: Akshay Kumar’s mother dies: ‘ভীষণ কষ্ট হচ্ছে’, মাকে হারিয়ে ভেঙে পড়লেন অক্ষয় কুমার]

সূত্রের খবর, অলঙ্কৃতা এই ফ্ল্যাটে ভাড়া থাকেন। আর দিল্লিতে তাঁর পরিবার। মা-বাবার জন্যই এই ফ্ল্যাটটি নাকি ভাড়া করেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, রবিবার আসবাবপত্রের দোকানের কর্মচারীর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন অভিনেত্রী। তাই পুলিশের অনুমাণ, এই হামলা এই বচসার কারণেও হতে পারে।

বলিউডে বহুদিন ধরেই অভিনয় করছেন অলঙ্কৃতা।তবে কেরিয়ারের শুরুটা মূলত, মডেলিং থেকেই। ল্যাকমে ফ্যাশন উইকের শোতে আলাদা করে নজর কেড়েছিলেন অলঙ্কৃতা। বিজ্ঞাপনেও বহুবার দেখা গিয়েছে তাঁকে। ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে ‘লাভ পার স্কোয়ার ফিট’ ছবিতে দেখা গিয়েছিল অলঙ্কৃতাকে। এছাড়াও, অলঙ্কৃতার ‘টিপসি’ সিরিজ বেশ জনপ্রিয় হয়।

[আরও পড়ুন: Sidharth Shukla Death: ছেলে সিদ্ধার্থের মৃত্যুর দিন কান্নায় ভেঙে পড়ে কী বলেছিলেন মা? প্রকাশ্যে ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement