Advertisement
Advertisement

Breaking News

corona positive

মহারাষ্ট্রে ভয়াবহ করোনা পরিস্থিতি, এবার আক্রান্ত ভিকি কৌশল ও ভূমি পেড়নেকর

নিউ নর্মালে বলিউডে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে মারণ ভাইরাসটি।

Bollywood actors Vicky kaushal and Bhumi Pednekar tested corona positive | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 5, 2021 12:48 pm
  • Updated:April 5, 2021 1:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার সঙ্গে সঙ্গেই বলিউডেও জাঁকিয়ে বসছে ভাইরাসের প্রকোপ। আক্রান্ত হচ্ছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রীরা। যে তালিকার নবতম সংযোজন অভিনেতা ভিকি কৌশল (Vicky kaushal) এবং অভিনেত্রী ভূমি পেড়নেকর। সোশ্যাল মিডিয়ায় নিজেরাই সংক্রমিত হওয়ার কথা জানিয়েছেন।

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত অভিনেতা এদিন ইনস্টাগ্রামে লেখেন, “সবরকম সতর্কতা অবলম্বন করেছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে আমি আপাতত হোম কোয়ারেন্টাইনে আছি। ওষুধও খাচ্ছি। যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের কাছে অনুরোধ, সকলে যেন করোনা পরীক্ষা করিয়ে নেন। সকলে সাবধানে থাকুন।”

Advertisement

[আরও পড়ুন: ‘মসিহা’ ঋতাভরী! বস্‌তির ১০০ দুস্থ প্রবীণের টিকাকরণের ব্যবস্থা করলেন অভিনেত্রী]

একইরকমভাবে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অক্ষয়ের সঙ্গে একাধিক ছবিতে জুটি বাঁধা ভূমিও (Bhumi Pednekar)। তিনিও আপাতত সেলফ আইসোলেশনে রয়েছেন।শরীরে কোভিডের সামান্য উপসর্গও রয়েছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে এই পরিস্থিতিকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন অভিনেত্রী। দেশবাসীর অবহেলা ও গা ছাড়া মনোভাবই অতিমারী পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। আছড়ে পড়তে পারে দ্বিতীয় ঢেউ। তা রুখতে সচেতন হওয়া প্রয়োজন। সমস্ত কোভিড (COVID-19) নিয়মবিধি মানা প্রয়োজন। এমনটাই মত ভূমির।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhumi 🌻 (@bhumipednekar)

নিউ নর্মালে বলিউডে (Bollywood) রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে মারণ ভাইরাসটি। গত কয়েকদিনের মধ্যে একাধিক তারকার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আমির খান, আর মাধবন, আলিয়া ভাট, গওহর খান, বাপ্পি লাহিড়ী, পরেশ রাওয়াল, রণবীর সিং- কেউই বাদ যাননি। সংক্রমণের পরের দিনই আবার হাসপাতালে ভরতি হয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা গোবিন্দা। এবার ভিকি ও ভূমির শরীরেও থাবা বসাল এই ভাইরাস।

[আরও পড়ুন: করোনা আক্রান্ত হওয়ার পরদিনই হাসপাতালে অক্ষয়, সংক্রমিত ‘রামসেতু’ ছবির ৪৫ কলাকুশলী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement