তপন বকসি: সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে নামছেন অভিনেতা সঞ্জয় দত্ত! এমনটাই দাবি করেছিলেন মহারাষ্ট্রের এক মন্ত্রীর। মহারাষ্ট্রের মন্ত্রী মহাদেব জানকারের কথায়, আগামী মাসের শেষের দিকেই সক্রিয় রাজনীতিতে কামব্যাক হতে চলেছে সঞ্জুবাবার। তবে, কংগ্রেস বা বিজেপির মতো বড় দল নয়, বলিউডের মুন্নাভাই যোগ দিতে চলেছেন মহারাষ্ট্রের এক ছোট আঞ্চলিক দলে। সোমবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই সঞ্জয়ের রাজনীতিতে যোগদানের জল্পনা আরও জোরালো হয়ে ওঠে। তা সত্যিই কী মহারাষ্ট্রের রাষ্ট্রীয় সমাজ পক্ষ (আরএসপি) দলে নাম লেখাতে চলেছেন অভিনেতা সঞ্জয় দত্ত? খোলসা করলেন নিজেই।
সোমবার সকালে সঞ্জুবাবার রাজনীতিতে যোগদান নিয়ে যেরকম হইচই হয়েছিল, সন্ধে নামতেই যাবতীয় জল্পনায় জল ঢাললেন সঞ্জয় দত্ত নিজে। যাতে মহারাষ্ট্রের রাষ্ট্রীয় সমাজ পক্ষ দলের প্রধান মহাদেবের বক্তব্যে জোরালো জল্পনার সবটাই সে গুড়ে বালি হয়ে যায়। এপ্রসঙ্গে সঞ্জুবাবা সাফ জানিয়ে দেন, “আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। মিস্টার জানকার আমার খুব ভাল বন্ধু এবং শুভানুধ্যায়ী। ভবিষ্যতের জন্য ওঁকে অসংখ্য শুভেচ্ছা জানাই।”
প্রসঙ্গত, আরএসপি’র ১৭তম প্রতিষ্ঠা দিবসে রবিবার মহাদেব জানকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, সঞ্জয় তাঁকে কথা দিয়েছেন আগামী ২৫ সেপ্টেম্বর তাঁর দলে যোগ দেবেন। প্রমাণ হিসেবে একটি ভিডিও চালিয়েও দেখান মহারাষ্ট্রের এই মন্ত্রী। ভিডিওতে দেখা গিয়েছে, সঞ্জুবাবা জানকারকে নিজের ‘ভাই’ বলে সম্বোধন করছেন। আরএসপি’র ১৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সঞ্জয় দত্তকে শুভেচ্ছাও জানাতেও দেখা গিয়েছে সেই ভিডিওয়। মহাদেব এদিন আরও জানান যে, সঞ্জুবাবা এখন দুবাইতে রয়েছেন। প্রথমটায় তারিখ নিয়ে সমস্যা হচ্ছিল বলেই সঞ্জয় দত্ত যোগ দিতে পারছিলেন না। আর সেই জন্যই নাকি তাঁর দলের অন্তর্ভূক্তি এতটা পিছিয়ে গিয়েছে।
বছর দশেক আগে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির লোকসভা নির্বাচন লড়ার প্রস্তাব গিয়েছিল তাঁর কাছে। তবে আইনি জটিলতার জন্য সেই যাত্রায় নির্বাচনী প্রার্থী হিসেবে লড়তে পারেননি সঞ্জয় দত্ত। উল্লেখ্য, সঞ্জয়ের পরিবারের সঙ্গে রাজনীতির নিবিড় সম্পর্ক রয়েছে। সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত ছিলেন ৫ বারের কংগ্রেস সাংসদ। ২০০৪ থেকে আমৃত্যু কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন সুনীল দত্ত। বোন প্রিয়া দত্তও কংগ্রেসের সাংসদ ছিলেন। এবারের লোকসভা নির্বাচনের সময় অবশ্য বোন প্রিয়ার হয়ে ভোটপ্রচার করতে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.