Advertisement
Advertisement

Breaking News

Bollywood actor Sanjay Dutt denies reports of being Injured on the sets of KD

শুটিং সেটে বিস্ফোরণের খবর ভুয়ো, ‘সম্পূর্ণ সুস্থ আছি’, টুইট অভিনেতা সঞ্জয় দত্তর

স্বস্তিতে ‘সঞ্জুবাবা’র অনুরাগীরা।

Bollywood actor Sanjay Dutt denies reports of being Injured on the sets of KD । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 13, 2023 9:37 am
  • Updated:April 13, 2023 9:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্নড় ছবির শুটিংয়ে গুরুতর জখম অভিনেতা সঞ্জয় দত্ত। সেটে বোমা ফেটে চোট লেগেছে অভিনেতার চোখ-মুখ ও কনুইয়ে। ঘটনা বেঙ্গালুরুর। বুধবার দিনভর এই খবরে উদ্বেগ ছড়ায় ‘সঞ্জুবাবা’র ভক্তকুলের মধ্যে। কিন্তু রাতে টুইট করে অভিনেতা নিজেই জানালেন, শুটিং সেটে বিস্ফোরণ এবং তাঁর জখম হওয়ার খবর সম্পূর্ণ ভুয়ো। আদপে এরকম কিছু ঘটেনি।

সঞ্জয় টুইট করে জানিয়েছেন, ‘‘সেটে বোমা ফেটে আমার জখম হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু এই খবর ভিত্তিহীন। আমি সকলকে বলছি, এমন কিছুই ঘটেনি। ঈশ্বরের কৃপায়, আমি সম্পূর্ণ সুস্থ এবং ফিট আছি। ‘কেডি’ ছবির শুটিং চলছে এবং ইউনিট, নিরাপত্তার ব্যাপারে কোনও খামতি রাখছে না। আমায় নিয়ে এতটা চিন্তা করার জন‌্য সকলকে ধন‌্যবাদ।’’

Advertisement

[আরও পড়ুন: গোপালকে পরীক্ষা করতে নিজেও টেট ‘পাশ’ করেন! ইডি’র কাছে চাঞ্চল্যকর দাবি কুন্তলের]

‘কেডি’ ছবির মাধ‌্যমে সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয়। শুধু কন্নড় নয়, তামিল-তেলুগু-মালয়ালম এবং হিন্দিতে মুক্তি পাবে এই ছবি। এর আগে দক্ষিণী ‘কেজিএফ : চ‌্যাপ্টার ১’ এবং ‘কেজিএফ : চ‌্যাপ্টার ২’ ছবিতে অভিনয় করেছেন সঞ্জয়। কন্নড় ছবি ‘কেডি’-তে অভিনেতা রয়েছেন খলনায়কের ভূমিকায়।

[আরও পড়ুন: চাহাল ব্যস্ত আইপিএলে, শ্রেয়সের সঙ্গে ইফতার পার্টিতে ধনশ্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement