Advertisement
Advertisement

Breaking News

Rajesh Khanna

এবার বড়পর্দায় আসছে রাজেশ খান্নার বায়োপিক, জানেন সুপারস্টারে’র ভূমিকায় কোন অভিনেতা?

নতুন বছরেই শুরু হবে এই ছবির শুটিং।

Bollywood Actor Rajesh Khanna Biopic Is On The Cards | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 28, 2021 4:18 pm
  • Updated:December 28, 2021 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুস্পা আই হেট টিয়ারস!’ বলিউডের ‘কাকাজি’, ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার। পর্দায় যার এক ঝলক দেখার জন্য় হন্যে হয়ে বসে থাকতেন সিনেপ্রেমীরা। সেই রাজেশ খান্নার (Rajesh Khanna Biopic ) জীবনীই এবার আসতে চলেছে বড়পর্দায়। আর এই ছবির প্রযোজনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন নিখিল দ্বিবেদী। সম্প্রতি সংবাদ মাধ্যমে নিজেই জানান এই বায়োপিক তৈরির খবর।

বায়োপিক ব্যাপারটা বলিউডের কাছে খুবই পছন্দের। সঞ্জয় দত্তের জীবনী নিয়ে ‘সঞ্জু’, সিল্ক স্মিতার জীবনী নিয়ে ‘ডার্টি পিকচার’, সদ্য মুক্তি পাওয়া ‘৮৩’ ছবিতেও গুরুত্ব পেয়েয়েছ কপিল দেবের লড়াই। বক্স অফিসেও এই ছবিগুলো দারুণ ব্যবসা করে। আর সেই ট্রেন্ডের কথা মাথায় রেখেই রাজেশ খান্নার জীবনীকে এবার বলিউডের পর্দায় ধরতে চলেছেন প্রযোজক নিখিল দ্বিবেদী।

Advertisement

নিখিলের কথায়, ‘রাজেশ খান্না এ দেশের প্রথম সুপাস্টার। তাঁর জীবনে প্রচুর ওঠা-পড়া যা অনুরাগীদের জানা উচিত। অনেক আগেই রাজেশ খান্নার জীবনী নিয়ে ছবি তৈরি হওয়া উচিত ছিল।’

জানা গিয়েছে, লেখক গৌতম চিন্তামণির লেখা বই ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অফ বিয়িং রাজেশ খান্না’র স্বত্বও কিনে নিয়েছেন নিখিল। সেই বই থেকেই তৈরি হবে ছবির চিত্রনাট্য। লেখক গৌতম নিজেই। আর পরিচালক? শোনা যাচ্ছে এই ছবির পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েছেন ফারহা খান। ফারহা জানিয়েছেন, ‘গৌতম চিন্তামণির বইটা পড়েছি। দারুণ লেগেছে। আর সেখান থেকেই নিখিলের সঙ্গে বায়োপিক নিয়ে কথা হচ্ছে। চিত্রনাট্য ফাইনাল হলেও ছবির কাজে নেমে পড়তে হবে।’

[আরও পড়ুন: বিজেপিতে যোগ দেওয়ার জের? অভিনেত্রী শেহনাজ গিলের বাবাকে লক্ষ্য করে চলল গুলি ]

তবে প্রশ্ন হল, রাজেশ খান্নার বায়োপিকে অভিনয় করবেন কোন অভিনেতা?

এই বিষয়ে নিখিল ও ফারহা কিছু স্পষ্ট করে জানাতে না চাইলেও, নিখিলের কথায়, ‘খুব শীঘ্রই এই ছবির অফিসিয়াল ঘোষণা হবে। সাংবাদিক বৈঠকেই সব জানানো হবে।’

‘আরাধনা’, ‘কাটি পতঙ্গ’, ‘অমর প্রেম’, ‘আনন্দ’, একের পর এক ছবি বক্স অফিসে রেকর্ড করেছিল। তাঁর চুলের স্টাইল, পোশাকের স্টাইল সবই আলাদা করে নজর কেড়েছিল। রাজেশ খান্না রীতিমতো ট্রেন্ড তৈরি করেছিলেন এক সময়ে। ভারতীয় সিনেমার এমন এক উজ্জ্বল নক্ষত্রের জীবনীই এবার উঠে আসবে বলিউডের পর্দায়।

[আরও পড়ুন: বিজেপি নেতার হুমকির জের, বদলে যাচ্ছে সানি লিওনির ‘মধুবন’ গানের নাম ও কথা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement