সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬ বছরের কেরিয়ারে ৫০টিরও বেশি ছবি উপহার দিয়েছেন তিনি। কেতন মেহতার পরিচালনায় ছোটপর্দায় অভিনয় করে একটু একটু করে পরিচিতি পান। বড় পর্দায় বেশ কয়েকটি ছবিতে কাজ করলেও সাফল্যের মুখ তিনি দেখেছেন ২০০৫ সালে রাম গোপাল ভার্মার ‘সরকার’ ছবিতে। দীর্ঘ অভিনয় জীবনে এবার ঝুলিতে এল অন্যতম বড় স্বীকৃতি। ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে (Dadasaheb Phalke Award) সম্মানিত হয়েছেন অভিনেতা কেকে মেনন (Kay Kay Menon)।
‘মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর’ ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছেন মেনন। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম (Instagram) পেজে শেয়ার করেছেন অভিনেতা। শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। তিন দশক ধরে ভারতীয় সিনে দুনিয়ায় অবদানের জন্য কেকে মেননকে (Kay Kay Menon) এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখ সরকারি ভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
View this post on Instagram
‘দাদাসাহেব ফালকে’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে একটি চিঠিও লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তিনি জানিয়েছেন, ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার এটি। যাঁরা এই সম্মানে সম্মানিত হয়েছেন তাঁদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
Hon’ble Prime Minister of India Shri Narendra Modi Ji, we are privileged to receive your blessing for the grandeur…
Posted by Dadasaheb Phalke International Film Festival on Thursday, February 11, 2021
প্রসঙ্গত, ওটিটি (OTT) প্যাল্টফর্ম হটস্টারে ‘স্পেশ্যাল ওপস’-এ ‘র’ (Research and Analysis Wing) এজেন্ট হিম্মত সিং-এর চরিত্রে কেকে মেননের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। এরপর আসতে চলেছে এই সিরিজের দ্বিতীয় ভাগ। নীরজ পাণ্ডের এই সিরিজেও রয়েছেন মেনন। খুব শীঘ্রই দর্শকদের সামনে আসবে এই সিরিজটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.