Advertisement
Advertisement
Ram Setu poster

দিওয়ালিতে ‘রাম সেতু’র পোস্টার প্রকাশ করে কটাক্ষের শিকার অক্ষয়, ক্ষুব্ধ নেটিজেনরা

পোস্টারের কোন বিষয়ে আপত্তি?

Bangla New of Akshay Kumar: Actor reveals Ram Setu’s poster on Diwali 2020 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 14, 2020 3:00 pm
  • Updated:November 14, 2020 3:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালির (Diwali 2020) ঠিক আগেই ‘লক্ষ্মী’র (Laxmii Movie) স্মরণাপন্ন হয়েছিলেন, আর দিওয়ালিতে রামের অনুগত হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। উৎসবের দিনই প্রকাশ করলেন নিজের নতুন ছবি ‘রাম সেতু’র (Ram Setu) পোস্টার। শনিবার পোস্টারগুলি প্রকাশ করে ক্যাপশনে অক্ষয় কুমার লিখেছেন, “এই দীপাবলিতে ভারতের আদর্শ ও মহানায়ক ভগবান শ্রী রামের পবিত্র স্মৃতি যুগ যুগ ধরে ভারতবাসীর চেতনার মাঝে সুরক্ষার জন্য এমন সেতু তৈরি করা হোক, যা আগামী প্রজন্মকে রামের সঙ্গে সংযুক্ত রাখবে। এই চেষ্টাতেই আমাদের এক ছোট্ট সংকল্প- রাম সেতু। সবাইকে দীপাবলির শুভেচ্ছা।”

অক্ষয়ের নতুন এই ছবির অন্যতম প্রযোজক তাঁর মা অরুণা ভাটিয়া। পরিচালনার দায়িত্ব সামলাবেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। রবিবারই মুক্তি পাবে তাঁর পরিচালিত ছবি ‘সূরজ পে মঙ্গল ভারি’। ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত হরর কমেডি ছবি ‘লক্ষ্মী’। সমালোচকদের প্রশংসা না পেলেও OTT প্ল্যাটফর্মে রেকর্ড ওপেনিং পেয়েছে ছবিটি। মুক্তির আগে একাধিক বিতর্কে জড়িয়েছিল অক্ষয়ের হরর কমেডি। আইনি নোটিসের জেরে ছবির নামও পালটাতে হয়েছিল। ‘লক্ষ্মী বম্ব’ থেকে করতে হয়েছিল ‘লক্ষ্মী’। ‘রাম সেতু’র পোস্টার প্রকাশ্যে আসার পরও নেগেটিভ কমেন্ট পেয়েছেন অক্ষয়। পোস্টারের ক্যাপশনে লেখা, ‘কল্পনা না বাস্তব?’ কথাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কেউ কটাক্ষ করে লিখেছে ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত আরও একটি ভাল চিত্রনাট্য নষ্ট হতে চলেছে, কেউ আবার প্রশ্ন তুলেছেন, বলিউডের কথা শুনে সংস্কৃতি আর ঐতিহ্যের মানে বুঝতে হবে নাকি?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement