Advertisement
Advertisement

Breaking News

Abhishek Bachchan

Abhishek Bachchan: অসুস্থ অভিষেক বচ্চন ভরতি হাসপাতালে, ছেলেকে দেখতে গেলেন অমিতাভ

অসুস্থ অভিষেককে দেখতেও গেলেন না ঐশ্বর্য রাই বচ্চন!

Bollywood Actor Abhishek Bachchan hospitalised | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 23, 2021 2:19 pm
  • Updated:August 23, 2021 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ বলিউড অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan )। রবিবার রাতে অভিষেককে ভরতি করা হয়েছে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে। অভিষেককে দেখতে সোমবার সকাল সকাল হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ (Amitabh Bachchan) ও অভিষেক বচ্চনের বোন শ্বেতা বচ্চন।

জানা গিয়েছে, কয়েকদিন আগে অভিষেক হাতে গুরুতর চোট পান। বাঁ হাতে ব্যান্ডেজ পরা অবস্থায় অভিষেকের একটি ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। এমনকী, অভিষেককে স্লিং পরা অবস্থাতেও দেখা গিয়েছে বলিউডের জুনিয়র বচ্চনকে। তবে এখনও বচ্চন পরিবারের তরফ থেকে অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি।

Advertisement
Abhishek Bachchan hospitalised
অভিষেককে হাসপাতালে দেখতে গেলেন অমিতাভ ও শ্বেতা।

অন্যদিকে, অসুস্থ অভিষেক বচ্চনের পাশে বিগ বি ও বোন শ্বেতাকে দেখা গেলেও, স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে দেখা যায়নি। শোনা গিয়েছে, ঐশ্বর্য রয়েছেন মধ্যপ্রদেশে ছবির শুটিংয়ে। দক্ষিণী ছবির পরিচালক মণি রত্নমের পন্নিইন সেলভান ছবির শুটিংয়েই ব্যস্ত রয়েছেন ঐশ্বর্য। সঙ্গে রয়েছে অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai) একমাত্র কন্যা সন্তান আরাধ্যা বচ্চন।

[আরও পড়ুন: গোয়ার বাড়ি থেকে উদ্ধার ‘কাঞ্চনা থ্রি’র অভিনেত্রীর মৃতদেহ! শুরু তদন্ত]

Abhishek Bachchan hospitalised
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন।

ঐশ্বর্য রাইয়ের তুলনায় ফিল্মি কেরিয়ারে কম সফল অভিষেক বচ্চন। এই নিয়ে মাঝে মধ্যেই গুঞ্জন পাড়ায় নানা বিতর্ক চলে। এমনকী, বলিউডের অন্দরে মাঝে মধ্যে শোনা যায়, ঐশ্বর্য আর অভিষেক নাকি বিবাহবিচ্ছেদের কথাও ভাবছেন। তবে এসবকে একেবারেই পাত্তা দেননি ঐশ্বর্য ও অভিষেক। বরং গুজব বলেই উড়িয়ে দিয়েছেন এ খবর।

অভিষেক বচ্চনকে শেষ দেখা গিয়েছে ‘বিগবুল’ ছবিতে। তবে আপাতত, অভিষেকের হাতে সেরকম কোনও ছবি নেই। তবে শোনা গিয়েছে, খুব শীঘ্রই ওটিটির একটি সিরিজে দেখা যাবে অভিষেককে। তিনি সুস্থ হলেই এই সিরিজের শুটিং শুরু হবে।

[আরও পড়ুন: কনের সাজে তনুশ্রী চক্রবর্তী, রাজনীতি ছেড়েই কি বিয়ের পিঁড়িতে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement