Advertisement
Advertisement

Breaking News

Bohurupi

‘পশ্চিমবঙ্গে বহুরূপীরা বিলুপ্তপ্রায়, লোকশিল্পীরা আজ পথের ভিখারি’, আক্ষেপ শিবপ্রসাদের

বাংলার বহুরূপীদের জীবনযুদ্ধ নিয়ে কলম ধরলেন পর্দার 'বহুরূপী' শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Bohurupi: Shiboprosad Mukherjee mourns the decline of Bohurupi artists
Published by: Sandipta Bhanja
  • Posted:September 11, 2024 8:32 pm
  • Updated:September 11, 2024 8:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর পর্দায় তিনি হয়ে উঠবেন ‘বহুরূপী’ (Bohurupi)। এই উত্তাল সময়েও মন কেড়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ ঝলক। কিন্তু এই ‘বহুরূপী’ লোকশিল্পের জনপ্রিয়তা একটা সময়ে বাংলায় থাকলেও আজ তাঁদের প্রায় খুঁজে পাওয়া দুষ্কর! গ্রামেগঞ্জে খুঁজলে হয়তো টিমটিম করে জ্বলতে থাকা সেই লোকশিল্পের সলতে তাও খুঁজে পাওয়া যায়। তবে শহরের পথেঘাটে, মেলায় আজ আর বহুরূপীদের দেখা মেলে না। পেটের দায়ে মুখে রং মেখে যাঁরা পথে নেমে আট থেকে আশির মনোরঞ্জন করতেন বা ছদ্মবেশ ধরে বহু অপরাধীদের ধরিয়ে দিতেন পুলিশের কাছে, আজ কি তাঁদের কোনও মূল্যই নেই? বড় আক্ষেপ নিয়ে বহুরূপী লোকশিল্পীদের জন্য কলম ধরলেন পর্দার ‘বহুরূপী’ শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee )।

দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ, কৌশানী মুখোপাধ্যায় অভিনীত ‘বহুরূপী’। তার প্রাক্কালেই বহুরূপীদের হয়ে আওয়াজ তুললেন পরিচালক-অভিনেতা। তাঁর ছবিতে অভিনয় করা ননীচোরা দাস বাউলের সঙ্গে ছবি দিয়ে শিবপ্রসাদ তুলে ধরলেন তাঁদের মনের কথা। পরিচালক-অভিনেতা লিখেছেন, “সাধারণত বহুরূপী বলতে যেটা বোঝা যায়, রং মেখে নানারকম মানুষ সেজে এরা লোকালয়ে মানুষদের মধ্যে মিশে থাকে। অনেকে বলে বীরভূমে বহুরূপীদের বেশি পাওয়া যায়। পশ্চিমবঙ্গে বহুরূপী সম্প্রদায় লোকশিল্পী। যদিও বর্তমানে আনুমানিক মোটে ১০৮ জন পড়ে আছেন। বিলুপ্তপ্রায়। ঠিক যেমন ভাবে প্রাণী বহুরূপীও বিলুপ্তির পথে। এরা লোকশিল্পী। এরা পুরাণের কথা, পঞ্চতন্ত্রের কথা, দেব-দেবীর কথা গান গেয়ে মানুষের ঘরে ঘরে বলে বেড়ান। অনেকটা কথকঠাকুরের মতন।”

Advertisement

[আরও পড়ুন: ‘কতটা অসংবেদনশীল…’, মালাইকার বাবার মৃত্যুর পর কেন মেজাজ হারালেন বরুণ ধাওয়ান?]

শিবপ্রসাদ জানিয়েছেন, বাস্তবের বহুরূপী শিল্পী ননীচোরা দাস বাউল তাঁদের ‘বহুরূপী’ ছবিতে অভিনয় করার পাশাপাশি গানও গেয়েছেন, কথাও দিয়েছেন, সুরও করেছেন। প্রথমবার কোনও বহুরূপী শিল্পীকে পর্দায় দেখা যাবে। নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ছবিতে তিনি প্লে-ব্যাকও করেছেন। বহুরূপী শিল্পীদের ইতিহাস উল্লেখ করে শিবপ্রসাদ মনে করিয়ে দিয়েছেন, “শোনা যায় ব্রিটিশ আমলে বিপ্লবীদের ধরার জন্য ব্রিটিশ পুলিশ বহুরূপীদের ব্যবহার করত। আমাদের দেশের পুলিশও ডাকাত ধরবার জন্য বহুরূপীদের ব্যবহার করত। আমাদের সিনেমায় বহুরূপী কী ভাবে থাকবেন সেটা পর্দাতেই দেখতে পাবেন। পশ্চিমবঙ্গে আজ আর বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন। বাসে কোনো বহুরূপী শিল্পী উঠলে আজ তাকে নামিয়ে দেওয়া হয়। আমি চাইব ননীর গান, ননীর সুর আপনারা শুনবেন। আশা করব আপনাদের ভালো লাগবে।”

[আরও পড়ুন: ভাঙা হাতেই প্রতিবাদে পথে নামলেন মিঠুন, বিবেক জাগরণ যাত্রায় মহাগুরু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement