Advertisement
Advertisement

Breaking News

Animal

শুধু খুনখারাপি নয়, রণবীরকে চুমুও খেয়েছিলেন ববি! ‘অ্যানিম্যাল’-এর গোপন তথ্য ফাঁস

বক্স অফিসে ঝড় তুলেছে 'অ্যানিম্যাল'।

Bobby Deol says Abrar was supposed to kiss Ranbir Kapoor’s character in Animal climax scene| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 14, 2023 10:03 am
  • Updated:December 14, 2023 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে হয়তো রিয়েল কামব্যাক! বহুবছর বাদে সিনেমার পর্দায় ফিরে এসে ববি দেওল যেন হইচই ফেলে দিয়েছে। ‘অ্যানিম্যাল’ ছবিতে মাত্র ১৫ মিনিটের স্ক্রিন টাইম পেয়েও, রণবীর কাপুরকে জবরদস্ত টক্কর দিয়েছেন ববি। আর ‘অ্যানিম্যাল’ হিট করার পর  বলিউডে ববির নতুন নাম, লর্ড ববি দেওল।

বক্স অফিসে দুরন্ত ব্যবসা করলেও, অ্যানিম্যাল ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে বলিপাড়ায়। কেউ বলছেন, এই ছবি সমাজে ভুলবার্তা দিচ্ছে, আবার কেউ বলছেন এই ছবি উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসার উদযাপন করে। বলিপাড়ার সূত্র বলছে, তিন ঘণ্টার ছবি থেকে নাকি বাদ গিয়েছে বেশ কিছু দৃশ্য। যা দেখালে নাকি আরও বিতর্ক তৈরি হতো।

Advertisement

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ রণবীরকে ভুলে ‘বাহাদুর’ ভিকির কোলে তৃপ্তি! ভাইরাল ছবি]

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্কে ভরা দৃশ্যের কথাই বলেছেন ববি। তাঁর কথায়, রণবীরের সঙ্গে মারপিটের দৃশ্যের আগে রণবীরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাওয়ার একটা দৃশ্য ছিল। এমনই চুমুর দৃশ্য, যা আগে কোনওদিন দেখা যায়নি বলিউডে। তবে পরিচালক ভাঙ্গাই এই দৃশ্য কেটে বাদ দেন। শোনা যাচ্ছে ওটিটিতে ‘অ্যানিম্যাল’ যখন মুক্তি পাবে, তখন এই দৃশ্য রাখা হবে।

[আরও পড়ুন: সইফের ছেলে ইব্রাহিমের সঙ্গে শ্রীদেবীকন্যা খুশির রোম্যান্স! নেপথ্যে কি করণ জোহর?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement