সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এবং মহারাষ্ট্র সরকারের সংঘাত সময়ের সঙ্গে আরও চরম আকার নিচ্ছে। এবার আইনি পথে কঙ্গনার বিরুদ্ধে যুদ্ধে নামল বৃহন্মুম্বই পুরনিগম (BMC)। অভিনেত্রীর সদ্য খোলা মুম্বইয়ের অফিসের গেটে লাগানো হল অবৈধ নির্মাণ কাজ বন্ধের নোটিস।
Municipal Corporation of Greater Mumbai pastes notice outside actor Kangana Ranaut’s Manikarnika Films office in Mumbai, alleging unlawful construction in the premises. #Maharashtra pic.twitter.com/JhVN6mwfgG
— ANI (@ANI) September 8, 2020
কিছুদিন আগেই মণিকর্ণিকা ফিল্মস নামে প্রযোজনা সংস্থা খোলেন কঙ্গনা। অফিসটি খোলেন বান্দ্রার পালি হিল এলাকায়। মঙ্গলবার সকালে সেই অফিসের গেটে নোটিস লাগিয়ে যান বৃহন্মুম্বই পুরনিগমের কর্মীরা। যাতে অভিযোগ করা হয়েছে, কঙ্গনার অফিসের অবৈধভাবে নির্মাণ কাজ করা হয়েছে। কঙ্গনা রানাউতকে নিজের সংস্থার নির্মাণ কাজ প্রসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। নাহলে BMC-র পক্ষ থেকে অবৈধ নির্মাণ ধ্বংস করার হুমকিও দেওয়া হয়েছে।
পুরসভার লাগানো নোটিসের ছবি শেয়ার করে টুইটারে পালটা দিয়েছেন কঙ্গনাও। বৃহন্মুম্বই পুরনিগমকে ট্যাগ করে কঙ্গনা লিখেছেন,
“সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধুদের সমালোচনার মুখে পড়ে বৃহন্মুম্বই পুরনিগমের কর্মীরা বুলডোজার নিসে আসেননি। তার বদলে আমার অফিসের সারাইয়ের কাজ বন্ধ করার নোটিস লাগিয়ে গিয়েছেন। বন্ধুরা, আমি হয়তো অনেকটা ঝুঁকি নিয়েছি। তবে তোমাদের সাপোর্ট আর ভালবাসাও পেয়েছি।”
Because of the criticism that @mybmc received from my friends on social media, they didn’t come with a bulldozer today instead stuck a notice to stop leakage work that is going on in the office, friends I may have risked a lot but I find immense love and support from you all 🙏 pic.twitter.com/2yr7OkWDAb
— Kangana Ranaut (@KanganaTeam) September 8, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.