সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়র পর এবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ নজিরবিহীনভাবে আক্রমণ করলেন বাংলার বিশিষ্টদের। নেপথ্যে কারণ সেই একটাই। CAA বিরোধী ‘কাগজ দেখাব না’ শীর্ষক ভিডিওটি।
“আমরা কাগজ দেখাব না! আরে কাগজ চেয়েছেটা কে? কাগজ দেখাব না, এটা না বলে কাগজগুলো ছিঁড়ে ফেলুন, তা হলে বুঝব দম আছে” মন্তব্য সৌমিত্রর। বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সুরেই বিদ্বজ্জনদের কটাক্ষ করে সৌমিত্র বলেন, “লাজলজ্জহীনদের মতো কথা বলছেন! আপনারা ধান্দাবাজ। নিজেদের স্বার্থে টাকার দরকার হলে তো ছুটে ছুটে যাবেন। গ্রামের গরিব মানুষদের আঁধার, কেওয়াইসিতে সমস্যা হয়নি। এমনকী, নোটবাতিলেও সমস্যা হয়নি। সমস্যাটা আসলে আপনাদের!” সৌমিত্র খাঁ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে নিজের মন্তব্য রেখেছেন। সেই ভিডিওতেই বাংলার বিদ্বজ্জনদের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেতা তথা সাংসদ।
কোনওরকম রাখঢাক না করে একেবারে স্পষ্টভাষায় পালটা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কেও। সৌমিত্র খাঁ বললেন, “স্বস্তিকা ম্যাডাম আপনি যখন মালয়েশিয়া, থাইল্যান্ড, লন্ডন ঘুরতে যান, তখন নিশ্চয়ই পাসপোর্ট নিয়ে যানা না!” রূপম ইসলামের উদ্দেশ্যে সৌমিত্রর বক্তব্য, “আপনাদের মসজিদে আমাদের বিবেকানন্দ কিংবা রামকৃষ্ণের ছবি লাগিয়ে ১২ জানুয়ারি জন্মজয়ন্তী পালন করুন তো দেখি!” “সব্যসাচীবাবু, অনেক ভাল ভাল সিনেমা দেখে আপনার প্রতি আমার শ্রদ্ধা জন্মেছিল। আপনার জন্মের সময় নিশ্চয় বার্থ সার্টিফিকেট ছিল না। কিংবা আপনার প্রিয়জনের মৃত্যুর সময়ও নিশ্চয় ডেথ সার্টিফিকেট ইস্যু হয়নি!” এমন মন্তব্যই শোনা যায় বিজেপি সাংসদের গলায়।
কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও এর আগে খানিক ব্যাঙ্গাত্মক সুরেই বিদ্বজ্জনদের একহাত নিয়েছেন। বললেন, “ধুর বাবা! কি মুশকিল! কাগজ কেউ চাইবেই না। কীসের কাগজ? কেন চাইবে? আপনারা কি শরণার্থী? তবে ভিডিওটা ভালো হয়েছে। অভিনন্দন!” পাশাপাশি তিনি এও বলেছেন যে “CAA আসলে কী সেটা তো বুঝতে হবে আগে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.