সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তারির পর থেকে একের পর এক অভিযোগ উঠে চলেছে রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে। এবার তোপ দাগলেন বিজেপি নেতা রাম কদম (Ram Kadam)। তাঁর অভিযোগ, জনপ্রিয় বলিউড অভিনেত্রীকে যৌন হেনস্তা করেছিলেন কুন্দ্রা। এপ্রিল মাসে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রতারণা করেছেন রাজ কুন্দ্রা। এমন অভিযোগও জানিয়েছেন বিজেপি নেতা (BJP Leader)।
উল্লেখ্য, পর্ন ফিল্ম কাণ্ডে ১৯ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামীকে। অভিযোগ, HotShots অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফির ব্যবসা চালাতেন রাজ কুন্দ্রা। ঘটনার পরই শার্লিন চোপড়া (Sherlyn Chopra) ও পুনম পাণ্ডে (Poonam Pandey) অভিযোগ করেছিলেন, কুন্দ্রার হাত ধরেই তাঁরা অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। সম্প্রতি শার্লিন ফের কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। দাবি করেন, রাজ কুন্দ্রা নাকি জোর করে তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। এনিয়ে নাকি থানাতেও অভিযোগ দায়ের করেছিলেন বলে দাবি শার্লিনের। শোনা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসেই রাজ কুন্দ্রার বিরুদ্ধে থানায় অভিযোগটি জানিয়েছিলেন শার্লিন। তাহলে কি রাম কদম এই অভিযোগের কথাই বলেছেন? এমন প্রশ্ন উঠছে।
যৌন হেনস্তার পাশাপাশি রাজ কুন্দ্রার বিরুদ্ধে ২৫০০ কোটি টাকার প্রতারণার অভিযোগও এনেছেন রাম কদম। তাঁর দাবি, অনলাইন গেম ও বেটিং করেই এই প্রতারণা করেছেন শিল্পা শেট্টির স্বামী। উল্লেখ্য, ইতিমধ্যেই রাজের ব্যাংক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখার কাজ শুরু করেছে মুম্বই পুলিশের (Mumbai Police) তদন্তকারী দল। অন্যদিকে ভাবমূর্তি নষ্ট হওয়ার অভিযোগে ২৯টি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন শিল্পা শেট্টি। শোনা গিয়েছে, শিল্পার সেই আবেদনকে সংবাদমাধ্যমের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবেই ব্যখ্যা করেছেন বম্বে হাই কোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.