Advertisement
Advertisement
স্বরা

পাকিস্তানের প্রতি প্রেম থেকেই ‘পাক নাগরিক’কে পদ্মশ্রী, সরকারকে খোঁচা স্বরার

আদনানের পদ্মশ্রী প্রাপ্তি নিয়েই কটাক্ষ অভিনেত্রীর।

BJP in love with Pakistan, so gave Padma Shri to Pakistani: Swara
Published by: Bishakha Pal
  • Posted:February 3, 2020 10:08 am
  • Updated:February 3, 2020 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বোমা ফাটালেন অভিনেত্রী স্বরা ভাস্কর। গত মাসেই CAA নিয়ে উত্তরপ্রদেশ পুলিশকে ‘দাঙ্গাবাজ’ বলেছিলেন তিনি। এবার তাঁর নিশানায় আদনান স্বামী। আদনানের পদ্মশ্রী পাওয়া নিয়ে এবার বিজেপি সরকারকে সরাসরি ঠুকলেন তিনি। সরাসরি বললেন, ‘পাকিস্তানের প্রতি প্রেম আছে বিজেপি সরকারের। তাই এক পাকিস্তানীকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে।’

CAA’র বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার অভিনেত্রী স্বরা ভাস্কর। মুম্বইয়ের ক্রান্তি ময়দানে CAA ও NRC বিরোধিতায় যখন জমা হয়েছিল প্রায় অর্ধেক বলিউড, সেখানে উপস্থিত ছিলেন স্বরা। বক্তৃতা দিতে গিয়ে ‘আজাদি’ স্লেগান তোলেন তিনি। CAA, NRC, বেকারত্ব ইত্যাদি ইস্যু ছিল তাঁর স্লোগানের বিষয়। এরপর তিনি বলেন, আজ যদি আদনান শামি নাগরিকত্ব পান, তবে সাধারণ মানুষ কী দোষ করল? নাগরিকত্বের জন্য আলাদা করে আইন পাশ করা হবে কেন? এবারও তাঁর লক্ষ্য আদনান। সম্প্রতি পাকিস্তানী বংশোদ্ভূত ভারতীয় নাগরিক আদনান শামির পদ্মশ্রী পাওয়া নিয়ে সরগরম রাজনৈতিক মহল। তাঁকে ‘সরকারের চামচা’ বলে কটাক্ষও করা হয়েছে। এবার তাঁরই ইন্ডাস্ট্রি থেকে উঠল প্রতিবাদ।

Advertisement

[ আরও পড়ুন: ‘ফেলুদা ফেরত’ শুটিংয়ের শেষ দিনে আবেগপ্রবণ সৃজিত, ভাসলেন নস্ট্যালজিয়ায় ]

মধ্যপ্রদেশের ‘Save the Constitution, Save the Country’-এর ব়্যালিতে যোগ দিতে গিয়েছিলেন স্বরা ভাস্কর। সেখানে অভিনেত্রী বলেন, CAA আসলে সংবিধানের প্রতি বিশ্বাসঘাতকতা। “শরণার্থীদের নাগরিকত্ব পাওয়া এবং অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের আইনী প্রক্রিয়া ইতিমধ্যে ভারতে বিদ্যমান। আদনান শামিকে যে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছেন, তা সেই প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে। এখন তাঁকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। যদি এটাই হয়, তবে নাগরিকত্ব সংশোধন আইনের প্রয়োজনীয়তা কী? আর এটি ন্যায়সঙ্গতই বা কোন দিক থেকে? একদিকে আপনি আমাদের মতো CAA বিরোধী প্রতিবাদকারীদের হেনস্তা করছেন, লাঠিচার্জ করছেন, চড় মারছেন, টিয়ার গ্যাসের শেল ছুঁড়ছেন; আর অন্যদিকে আপনি একজন পাকিস্তানকে পদ্মশ্রী পুরষ্কার দিচ্ছেন! CAA ও NRC’র সমর্থকরা নাকি আমাদের দেশে তথাকথিত অনুপ্রবেশকারীদের বিরোধিতা করার জন্য কথা বলছে। যদি তাই হয়, তবে আমরা কেন এই অনুপ্রবেশকারীদের দেখতে পাচ্ছি না? সমস্যাটা হল, অনুপ্রবেশকারী সরকারের মস্তিস্কপ্রসূত। পাকিস্তানের সঙ্গে গোপন প্রেম রয়েছে সরকারের। আমার ঠাকুমাও এতবার হনুমান চল্লিশা জপ করেন না, যতবার সরকার পাকিস্তানের নাম জপ করে।” বলেন অভিনেত্রী।

[ আরও পড়ুন: টিকল না পঞ্চম বিয়েও, ১২ দিনের মাথায় বিচ্ছেদ পামেলা অ্যান্ডারসনের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement