সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ(Saayoni Ghosh)। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একথা ঘোষণা করতেই অতীতের ‘কন্ডোম’ প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে তীব্র আক্রমণ করল বঙ্গ বিজেপি। অভিনেত্রীর প্রোফাইল থেকে করা পুরনো টুইটের স্ক্রিনশট শেয়ার করে ‘বিজেপি বেঙ্গল’-এর (BJP Bengal) টুইটার প্রোফাইল থেকে লেখা হয়েছে “আসানসোল দক্ষিণে পিসির প্রার্থী, আপনারাই বিচার করুন।” নিজে আবার লেখা হয়েছে, “একজন মহিলা যিনি শিবলিঙ্গে কনডম পরানো একটি ছবি পোস্ট করেছিলেন।” ছবির ক্যাপশনে আবার সায়নীকে “পিসির প্রার্থী” বলে কটাক্ষ করে লেখা হয়েছে, “এই সায়নীই শিবলিঙ্গে মহিলা কন্ডোম পরিয়ে দিচ্ছেন এমন ছবি পোস্ট করে বিতর্কের সৃষ্টি করে ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছিলেন! তার পুরস্কার হিসেবেই কি টিকিট দেওয়া হল?”
Meet Sayoni Ghosh, Pishi’s candidate from Asansol South for the upcoming assembly elections.
Sayoni was recently in storm for posting a picture of a woman putting condom on Shivling in utter disregard for the sentiments of the majority community!
Is the ticket a reward for it? pic.twitter.com/WzWrhSNDIH
— BJP Bengal (@BJP4Bengal) March 5, 2021
উল্লেখ্য, প্রায় বছর পাঁচেক আগে সায়নী ঘোষের টুইটার (Twitter) হ্যান্ডেল থেকে টুইটটি করা হয়েছিল। টুইটে দেখা গিয়েছিল, শিবলিঙ্গের মাথায় কন্ডোম পরাচ্ছে এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’। ছবিতে লেখা ছিল ‘বুলাদির শিবরাত্রি’। আর পোস্টের ক্যাপশনে লেখা হয়েছিল, “এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর।” অভিনেত্রী আগেই দাবি করেছিলেন, ২০১৫ সালে তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। সেই সময় এই ছবিটি পোস্ট করা হয়েছে। পরে যখন বিষয়টি তাঁর নজরে আসে তখন তিনি টুইটটি ডিলিট করেন। কিন্তু কিছুদিন আগে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বিতর্কের সৃষ্টি হলে বিজেপি নেতা তথাগত রায় আবার ‘কন্ডোম’ প্রসঙ্গ তুলে সায়নীর সমালোচনা করেছিলেন। যদিও সে বিষয়ও এখন অতীত। আপাতত নিজের আসানসোল কেন্দ্রে মন দিতে চান অভিনেত্রী। টুইটারে সেই ইঙ্গিতই দিয়েছেন তিনি। নিজের কেন্দ্রের ম্যাপ শেয়ার করে লিখেছেন, “আসানসোল এবার একসঙ্গে, ভালোবাসে, একে অপরের পাশে থেকে, চলো কিছু করে দেখাই।”
আসানসোল এবার একসঙ্গে, ভালোবাসে, একে অপরের পাশে থেকে, চলো কিছু করে দেখাই। 💚@MamataOfficial @AITCofficial pic.twitter.com/N3L6NAkDM6
— saayoni ghosh (@sayani06) March 5, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.