Advertisement
Advertisement

Breaking News

Dev

‘দেব বড়, আমি বুড়ো’, ছবি পোস্ট করে নস্ট্যালজিয়ায় ভাসলেন পরিচালক বিরশা দাশগুপ্ত

১১ আগস্ট মুক্তি পাবে দেবের 'ব্যোমকেশ'।

Birsa Dasgupta facebook post on dev goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 26, 2023 5:26 pm
  • Updated:July 26, 2023 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবকে ব্যোমকেশ অবতারে পর্দায় নিয়ে আসছেন পরিচালক বিরশা দাশগুপ্ত। এর আগে বিরশার ‘শুধু তোমারই জন্য’ ছবিতেও দেবকে দেখা গিয়েছিল। সে বেশ কয়েক বছর আগের ঘটনা। এখন সবকিছুই পালটেছে। সময় বদলেছে। বদলেছে পরিস্থিতিও। ফেসবুকে দেবের সঙ্গে ছবি পোস্ট করে সেটাই যেন লিখলেন বিরশা। ভেসে গেলেন নস্ট্যালজিয়ায়।

ফেসবুকে বিরশা লিখলেন, ‘শুধু তোমারই জন্য থেকে ব্যোমকেশ ও দুর্গ রহস্য
দেব বড়ো হলো, আর আমি বুড়ো’।

Advertisement

[আরও পড়ুন: ‘রাজনীতিতে নেই বলেই মহানায়ক সম্মান থেকে বাদ জিৎ?’, ক্ষোভে ফুঁসছেন ভক্তরা]

রূপোলি পর্দায় বারবার ব্যোমকেশ বক্সিকে খুঁজে পেয়েছেন বাঙালি দর্শক। গোয়েন্দা চরিত্রে কখনও উত্তম কুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনও যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে দেবের নাম। টুইটেই চমকে দিয়েছিলেন সুপারস্টার। যাতে লিখেছিলেন, “ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসাবে ১৭ বছর পূর্ণ হল। অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। প্রযোজক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্ম। সবসময় আপনাদের আশীর্বাদ কাম্য।

 

বিরশা দাশগুপ্তর ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ (Byomkesh o Durgo Rahosyo teaser) ছবির সুবাদে দেবকে সত্যান্বেষী অবতারে দেখে ইতিমধ্যেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।

ব্যোমকেশের চরিত্রে দেবের অভিনয় করা নিয়ে কৌতূক, বিদ্রুপ হলেও সিনেমার পয়লা ঝলকেই অভিনেতা বুঝিয়ে দিলেন যে সত্যান্বেষীর চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে কতটা ভেঙেছেন তিনি। টিজারের শুরুতেই রহস্য সন্ধানে গিয়ে ব্যোমকেশ দেবকে বলতে শোনা গেল- “আমি নেতাও নই অভিনেতাও নই, চিনলেন কী করে?” উল্লেখ্য, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হলেও পরিচালক হিসেবে বিরসা দাশগুপ্ত যে নিজের ছাপ রাখবেন, তা টিজারেই আন্দাজ করা গেল। গর্ভবতী সত্যবতীর ভূমিকায় রুক্মিণী মৈত্র এবং অজিতের চরিত্রে অম্বরীশ ভট্টাচার্যের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিলেন তিনি।

খল চরিত্রে সত্যম ভট্টাচার্যের ঝলকও রয়েছে। পয়লা ঝলকে সেট থেকে সাজপোশাক সবেতেই পিরিয়ডিক ফিল্মের এসেন্স মিলল। ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ তৈরিও হয়েছে টলিউড সুপারস্টারের প্রযোজনা সংস্থা- দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর ব্যানারে।

[আরও পড়ুন: ‘এককালে নকশাল, বামপন্থী ছিলাম’, বলছেন ‘স্বঘোষিত মোদিভক্ত’ বিবেক অগ্নিহোত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub