Advertisement
Advertisement

Breaking News

Bipasha Baby Update

সদ্যোজাত মেয়ের ছবি প্রকাশ করলেন বিপাশা-করণ, জানিয়ে দিলেন নামও

শনিবারই মেয়ের জন্ম দেন অভিনেত্রী।

Bipasha Basu, Karan Singh Grover reveals daughter's name and picture | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 12, 2022 6:40 pm
  • Updated:November 12, 2022 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন বিপাশা বসু (Bipasha Basu)। মেয়ের জন্মে আপ্লুত বাবা করণ সিং গ্রোভার (Karan Singh Grover)। শনিবারই প্রকাশ্যে আসে এই খবর। তার কয়েক ঘণ্টার মধ্যেই মেয়ের ছবি প্রকাশ করেন বিপাশা-করণ। জানিয়ে দেন সদ্যোজাতর নাম। 

Bipasha Basu

Advertisement

মেয়ের দু’টি ছোট্ট ছোট্ট পায়ের ছবি প্রকাশ করেছেন বিপাশা ও করণ। দু’জনে পরম স্নেহে দু’হাতে ধরে রেখেছেন সেটি। মায়ের আশীর্বাদেই কন্যাপ্রাপ্তি। তাই মেয়ের নাম দেবী বসু সিং গ্রোভার রেখেছেন বলে সোশ্যাল মিডিয়ায় জানান তারকা দম্পতি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

[আরও পড়ুন: দীর্ঘ মেয়াদে গল্প নষ্ট, অমিতাভদের ভাল অভিনয় সত্ত্বেও জমল না ‘উঁচাই’, পড়ুন রিভিউ]

মডেল হিসেবে মুম্বইয়ে কেরিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। বিয়ের পাঁচ বছর পর তাঁদের প্রথম সন্তানের জন্ম হল।

Bipasha Basu 1

সন্তানের জন্ম নিয়ে বেশ চিন্তিত ছিলেন বিপাশা। সেকথা এক সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন। জানিয়েছিলেন, প্রেগন্যান্সির প্রথম ক’টা মাস খুব শক্ত ছিল। সামান্য খাবারও খেতে পারতেন না। ওজনও কমে গিয়েছিল। তবে ধীরে ধীরে নিজেকে সামলে নেন বিপাশা। তাতে করণও সাহায্য করেন। তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুর, দিয়া মির্জা, ঋতুপর্ণা সেনগুপ্ত, কপিল শর্মা, দিয়া মির্জা, শমিতা শেট্টি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

[আরও পড়ুন: সঙ্গে দামি ঘড়ির কভার, শারজা থেকে মুম্বই ফিরতেই শুল্ক দপ্তরের হাতে আটক শাহরুখ খান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement