সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় তুলে ধরা হবে হকির জাদুকর ধ্যান চাঁদের (Dhyan Chand) কাহিনি। বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল এই খবর। শোনা গিয়েছিল, ‘উড়তা পাঞ্জাব’ খ্যাত পরিচালক অভিষেক চৌবে (Abhishek Chaubey) ছবিটি পরিচালনা করবেন। মঙ্গলবার সেই খবরে সিলমোহর পড়ল। ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে ছবি তৈরির কথা ঘোষণা করলেন প্রযোজক রনি স্ক্রুওয়ালা (Ronnie Screwvala)।
1500+ goals, 3 Olympic gold medals, and a story of India’s pride…
It gives us immense pleasure to announce our next with #AbhishekChaubey – a biopic on the Hockey Wizard of India- #DHYANCHAND@RSVPMovies @prem_rajgo @pashanjal @realroark #SupratikSen @bluemonkey_film pic.twitter.com/hPbf8wrDVp
— Ronnie Screwvala (@RonnieScrewvala) December 15, 2020
প্রায় এক বছর ধরে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন অভিষেক। তাঁর সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখছেন সুপ্রতীক সেন। মাঝে করোনা (CoronaVirus) পরিস্থিতির জন্য কাজের গতি একটু কমে। তবে এবার নিউ নর্মালে পুরোদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। নতুন বছরেই ছবির শুটিং শুরু হবে। তবে মুখ্য চরিত্র এবং অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। এর আগে মুখ্য চরিত্রে শাহরুখ খান (Shah Rukh Khan), রণবীর কাপুরের (Ranbir Kapoor) মতো অভিনেতার নাম শোনা গিয়েছিল। উল্লেখ্য, স্কুল জীবনে ভাল হকি খেলোয়াড় ছিলেন শাহরুখ। ফুটবলের পাশাপাশি হকিতেও তাঁর প্রচুর পুরস্কার রয়েছে।
১৯০৫ সালে রাজপুত পরিবারে ধ্যান চাঁদের জন্ম হয়। ব্রিটিশ সেনা থাকার সুবাদে হকি খেলতেন ধ্যান চাঁদের বাবা। সেই সুবাদেই বাড়িতে হকি খেলার চল ছিল। শোনা যায়, বেশিরভাগ সময় চাঁদের আলোয় হকির অনুশীলন করতেন কিংবদন্তি খেলোয়াড়। সেই কারণেই চাঁদ উপাধি পেয়েছিলেন। মাত্র সতেরো বছর বয়সে ব্রিটিশ বাহিনিতে সেপোয় হিসেবে যোগ দিয়েছিলেন। অল্প সময়ের মধ্যেই হকি টিমে নিজের জায়গা করে নিয়েছিলেন। তারপর থেকেই শুরু হয়েছিল সোনালি ইতিহাস। ১৫০০’রও বেশি গোল, অলিম্পিকে তিন তিনটে সোনার পদক। ২০২২ সালে বড়পর্দায় ফের জীবন্ত হয়ে উঠবে হকির জাদুকরের জানা-অজানা কাহিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.