Advertisement
Advertisement
অটলবিহারী বাজপেয়ী

এবার বড়পর্দায় উঠে আসবে বাজপেয়ীর জীবনী, চিত্রনাট্যের কাজ শুরু

'দ্য আনটোল্ড বাজপেয়ী' বই অবলম্বনে তৈরি হচ্ছে বায়োপিক।

Biopic On Atal Bihari Vajpayee To Hit The Big Screen
Published by: Subhamay Mandal
  • Posted:August 28, 2019 4:27 pm
  • Updated:August 28, 2019 4:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বড়পর্দায় উঠে আসবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জীবনী। তৈরি হচ্ছে ভারতরত্ন বাজপেয়ীর বায়োপিক। তাঁর জীবনের অজানা কাহিনি বড়পর্দায় তুলে ধরবেন আমাশ ফিল্মসের প্রযোজক জুটি শিব শর্মা এবং জিশান আহমেদ। উল্লেখ এনপি’র লেখা ‘দ্য আনটোল্ড বাজপেয়ী’ বইয়ের উপরই তৈরি হবে বায়োপিক। বইয়ের স্বত্ব কিনেছেন প্রযোজক জুটি। বাজপেয়ীর শৈশব থেকে ছাত্র জীবন এবং তারপর ভারতবর্ষের অন্যতম উল্লেখযোগ্য রাজনীতিবিদে পরিণত হওয়ার কাহিনি এবার ফুটে উঠবে রুপোলি পর্দায়।

[আরও পড়ুন: রানাঘাটের রানু মণ্ডলকে ট্রোল করে বিতর্কে অভিনেতা, থানায় অভিযোগ দায়ের]

সম্প্রতি লোকসভা নির্বাচনের প্রাক্কালে শিরোনামে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। বিবেক ওবেরয় অভিনীত সেই ছবি নিয়ে কম বিতর্ক হয়নি। ভোটের মুখে ছবি মুক্তির দিনক্ষণ নিয়ে বিরোধীরা নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলে। শেষপর্যন্ত আদালতের রায়ে পিছিয়ে যায় ছবিমুক্তির দিন। নির্বাচনের ফলাফল প্রকাশের পর মুক্তি পায় নরেন্দ্র মোদির বায়োপিক। যদিও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি উমঙ্গ কুমার পরিচালিত সেই ছবি। তবে এবার বাজপেয়ীর বায়োপিক তৈরির খবর প্রকাশ্যে আসতেই সিনেপ্রেমী-সহ রাজনৈতিক মহলে উদ্দীপনা শুরু হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর বায়োপিক নিয়ে উচ্ছ্বাস হওয়া স্বাভাবিক, বলছে সিনেমহল।

Advertisement

[আরও পড়ুন: ‘সাহায্যকারীরা ভগবানের চাকর’, বেঁফাস মন্তব্য করে কটাক্ষের শিকার রানাঘাটের রানু মণ্ডল]

প্রযোজক শিব শর্মা বলেছেন, ”দ্য আনটোল্ড বাজপেয়ী’ আমার জীবনের অন্যতম কাঙ্খিত প্রজেক্ট। বাজপেয়ীর মতো আনসাং হিরোকে নিয়ে বায়োপিক করা একটা স্বপ্নের মতো। সত্যি আমি গর্বিত। আমার মনে হয়, সবাই বাজপেয়ীর প্রকৃত সত্তাকে চেনেন না। এই বই পড়ার পর আমিও ওনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। প্রধানমন্ত্রী হিসাবে তাঁর কাজ ভোলার নয়।’ শিবের বক্তব্য, বাজপেয়ীর অজানা-অচেনা ব্যক্তিত্ব তাঁর মতো আরও অনেককে অনুপ্রাণিত করবে। আরেক প্রযোজক জিশান জানিয়েছেন, ইতিমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। সেই কাজ শেষ হলেই অভিনেতা ও ছবির পরিচালক চয়নের কাজ শুরু হবে। ছবির নাম আপাতত বইয়ের নামে ‘দ্য আনটোল্ড বাজপেয়ী’ রাখা হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement