Advertisement
Advertisement

Breaking News

Bigg Boss OTT 3

২৫ লক্ষ না জেতায় ‘বিগ বস’ নির্মাতাদের তীব্র কটাক্ষ রণবীর শোরের! ‘আঙুল ফল টক’, শুনলেন পালটা

বিগ বস-এ আশাভঙ্গ কঙ্কণা সেনশর্মার প্রাক্তন স্বামীর।

Bigg Boss OTT 3: Ranvir Shorey Makes SHOCKING Remarks Post Sana Makbul Win

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:August 4, 2024 7:00 pm
  • Updated:August 4, 2024 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে কাজ নেই। অর্থভাব। উপার্জনের আশাতেই বিগ বস ওটিটিতে যোগ দিয়েছিলেন রণবীর শোরে (Ranvir Shorey)। দিন কয়েক আগেই বলেছিলেন, “আমার শুধু ২৫ লক্ষ টাকা পেলেই হল। ট্রফির থেকেও আমার ওই টাকাটাই দরকার।” তবে গোটা মরশুমে পারওফরম্যান্স ভালো থাকলেও তীরে এসে তরী ডুবল! রণবীর শোরের আশাভঙ্গ হল। এবার জয় অধরা থাকায় বিগ বস ওটিটি নির্মাতাদের কাঠগড়ায় তুললেন কঙ্কণা সেনশর্মার প্রাক্তন স্বামী তথা অভিনেতা।

কঙ্কণা সেনশর্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটেছে বছর চারেক আগেই। তবে সন্তানের দায়িত্ব দুজনেই সমানভাবে পালন করেন, বলে জানিয়েছিলেন তারকাদম্পতি। উপরন্তু রণবীরের হাতে বর্তমানে সেরকম কোনও বলিউড প্রজেক্টও নেই। জানা গিয়েছে, পরিচালক-প্রযোজকদের তরফে নাকি এখন আর তাঁর ডাক পড়ে না! আর সেই আশাতেই রিয়ালিটি শোয়ে যোগ দিয়েছিলেন। যার জেরে সাম্প্রতিককালে বেশ চর্চার শিরোনামে এসেছেন রণবীর শোরে। কিন্তু বিগ বস ওটিটিতে তাঁর জয় অধরাই রয়ে গেল। পরিবর্তে জিতেছেন সানা মকবুল। তবে পাঁচ চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। এবার সেই প্রেক্ষিতেই শোয়ের নির্মাতাদের কাঠগড়ায় তুললেন কঙ্কণার প্রাক্তন স্বামী।

Advertisement

[আরও পড়ুন: ‘মৃত্যুপুরী ওয়ানড়কে দেখে প্রাণ কাঁদছে’, ১ কোটির ত্রাণ রামচরণের, বড় অনুদান আল্লু অর্জুনেরও]

জয়ী সানা মকবুল-এর নাম ঘোষণা করতেই বিস্ফোরক দাবি করলেন রণবীর শোরে। তাঁর দাবি সোশাল মিডিয়ার ফলোয়ার দেখেই নাকি ট্রফি কাকে দেওয়া হবে? সেটার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিনেতার মন্তব্য, “সোশাল মিডিয়ার ফলোয়ার দেখেই যদি শোয়ে রেখে দেওয়া হয় প্রতিযোগীদের, তাহলে তার থেকে ভালো একেবারে সোশাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা দেখেই কাউকে পুরস্কার দিয়ে দেওয়া।” অভিনেতার এহেন মন্তব্যের পরই নেটাপাড়ায় একাংশ, বিশেষ করে যাঁরা বিগ বস ভক্ত, তাঁরা পালটা ময়দানে নেমেছেন। রণবীরের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করে তাঁদের কটাক্ষ, ‘হ্যাঁ, এখন আঙুর ফল টক তো হবেই।’

বিগ বস হাউজ থেকে বেরিয়ে রণবীর শোরে কী করবেন? সেই পরিকল্পনা আগেই ছকে ফেলেছিলেন তিনি। জানিয়েছিলেন, বাড়ি ফিরেই ভালো সিনেমা দেখবেন আর ঠান্ডা বিয়ার খাবেন। দিন কয়েক আগেই তাঁর জন্য ডিজাইনার পোশাক পাঠিয়েছিলেন শেহনাজ গিল। ফাইনালের দিনও রণবীর শোরের জন্য বিশেষ ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন যে, “এবার থেকে অভিনেতা কাজ পাবেন।”

[আরও পড়ুন: সাংসদ হয়ে পাকাপাকি মুম্বইকে ‘আলবিদা’! BMC-র রোষে পড়া বাংলো বেচছেন কঙ্গনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement