ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রমোদ পার্টিতে সাপের বিষ জোগান দেওয়ার অভিযোগ গ্রেপ্তারির এক সপ্তাহের মধ্যেই জামিন পেয়ে গেলেন এলভিশ যাদব (Elvish Yadav)। শুক্রবারই ‘বিগ বস OTT 2’ জয়ী ইউটিউবারের জামিন মঞ্জুর করেছে আদালত। সংবাদ সংস্থা এএনআইকে এই খবর দেন এলভিশের আইনজীবী প্রশান্ত রাঠি।
২০২৩ সালের নভেম্বরে এলভিশ-সহ ছজনের বিরুদ্ধে সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ ওঠে। দাবি করা হয়, তাঁদের কাছে প্রায় নটি বিষাক্ত সাপ উদ্ধার হয়েছে। ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হলেও এলভিশকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু গত ১৭ মার্চ এলভিশকে গ্রেপ্তার করা হয়। সেই মামলাতেই শুক্রবার পেলেন জামিন।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই এলভিশের মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন আদালতে আইনজীবীদের স্ট্রাইক চলছিল। সেই কারণেই শুক্রবার বাদী-বিবাদী পক্ষের বক্তব্য শোনা হয়। পঞ্চাশ হাজার টাকার দুটি বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন এলভিশ। ইউটিউবারের পাশাপাশি তাঁর দুই বন্ধুও এই একই শর্তে জামিন পেয়েছেন।
#WATCH | Noida: YouTuber and Bigg Boss OTT 2 winner Elvish Yadav’s lawyer Prashant Rathi says, “The court has granted bail to him (Elvish Yadav) on two sureties of Rs 50,000 each…” pic.twitter.com/ffNromLhj5
— ANI (@ANI) March 22, 2024
শোনা যাচ্ছিল, পুলিশের জেরার মুখে পার্টিতে সাপের বিষ জোগাড় করার কথা স্বীকার করেছেন এলভিশ। কিন্তু সংবাদ সংস্থা এএনআইকে আইনজীবী প্রশান্ত রাঠি জানান, তিনি এদিনের শুনানিতে জানিয়েছেন এলভিশ ও তাঁর বন্ধুদের কাছ থেকে এমন কোনও জিনিস পাওয়া যায়নি যাতে NDPS অর্থাৎ নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবটেন্সেস আইন লঙ্ঘন হয়। তাঁদের সমস্ত বক্তব্য শুনেই জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। আশা করা হচ্ছে, হোলির আগেই গারদের বাইরে আসবেন ‘বিগ বস OTT 2’ জয়ী সোশাল মিডিয়া স্টার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.