সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস ১৮’-এর (Bigg Boss 18) গোড়াতেই বিতর্কে জড়ালেন সলমন খান (Salman Khan)। শোয়ের পয়লা দিনেই প্রতিযোগী হিসেবে ‘বিগ বস’-এর ঘরে আনা হয় একটি গাধাকে। যার নাম ‘গাধারাজ’। তার থাকার জন্য একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দও হয় শোয়ে। বাকি প্রতিযোগীরা তার সঙ্গে আলাপও সারে। আর ‘বিগ বস’-এর ঘরে এই গাধাটিকে আটকে রাখার জন্যই আইনভঙ্গের অভিযোগ তোলে PETA।
পেটা ইন্ডিয়ার তরফে সলমন খানকে একটি চিঠিও পাঠিয়ে গাধাটিকে শো থেকে রেহাই দেওয়ার আবেদনও জানানো হয়। শুধু তাই নয়, পিপল ফর অ্যানিম্যালস নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার এর তীব্র নিন্দা করে। তাঁদের অভিযোগ, দর্শক কিংবা প্রতিযোগীদের মনোরঞ্জনের জন্য শুধু শুধু একটি অবলা জীবকে আটকে রেখে ব্যবহার করা হচ্ছে। অবিলম্বে যেন ছেড়ে দেওয়া হয়। বিষয়টিতে হস্তক্ষেপ করেন খোদ মানেকা গান্ধী। বিতর্ক বাড়তেই বাধ্য হয়ে বড় সিদ্ধান্ত নিতে হয় ‘বিগ বস’ নির্মাতাদের। জানা গিয়েছে, পেটা ইন্ডিয়ার অভিযোগপত্র যেতেই ‘বিগ বস’-এর ঘর থেকে গাধাটিকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এই খবরটিও সোশাল মিডিয়ায় ভাগ করে নেওয়া হয়েছে। মানেকা গান্ধীকে তাঁদের তরফে ধন্যবাদও জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রতিবারের মতো এই মরশুমেও সাড়া ফেলে দিয়েছে ‘বিগ বস’। আর শুরু হতে না হতেই বিতর্কে জড়িয়েছে। এদিকে বন্ধু বাবা সিদ্দিকির মৃত্যুতে কঠিন সময়ের মধ্য দিয়ে কাটাচ্ছেন সলমন খান। শনিবার রাতে দাপুটে এনসিপি নেতার দেহ গুলিতে ঝাঁঝরা হওয়ার পরই ‘বিগ বস’-এর শুটিং ছেড়ে তড়িঘড়ি লীলাবতী হাসপাতালে ছুটেছিলেন ভাইজান। কিন্তু শেষরক্ষা হয়নি! আর তার ঠিক পরই বন্ধুবিয়োগের মাঝে PETA-র তরফে আইনভঙ্গের অভিযোগে বিদ্ধ হতে হয় ভাইজানকে। যদিও সলমনের কাছে চিঠি আসার পর সেই গাধাটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.