Advertisement
Advertisement

Breaking News

Bigg Boss 16

শুধু সঞ্চালনা নয়, এবার বিগ বসের ঘরেই থাকবেন সলমন! প্রোমো ঘিরে জল্পনা তুঙ্গে

কবে থেকে শুরু হবে বিগ বস ১৬?

Bigg Boss 16 promo out Salman Khan teases fans with a new twist | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 12, 2022 2:32 pm
  • Updated:September 12, 2022 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে পালটে যাচ্ছে বিগ বসের নিয়ম কানুন। ‘বিগ বস সিজন ১৬’ এর প্রোমো শেয়ার করে এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালক স্পষ্ট জানিয়ে দিলেন এবারের বিগ বস আরও কড়া আরও ভয়ানক!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘বিগ বস সিজন ১৬’ (Bigg Boss) এর একটি প্রোমো শেয়ার করেছে কার্লাস। যেখানে দেখা যাচ্ছে, কালো পোশাকে বিগ বসের ঘরের অন্দরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। প্রোমোটা বেশ থমথমে। সেখানেই সলমন জানিয়ে দিলেন, এবারের বিগ বসের ঘরে থাকবেন খোদ সলমন! শুধু এবার সঞ্চালনায় নয়। ঘরে ঢুকে প্রতিযোগীদের সঙ্গে সময়ও কাটাবেন তিনি। খেলার নিয়মেও থাকছে প্রচুর রদবদল।

Advertisement

প্রোমোতে সলমন বললেন, ”১৫ বছর ধরে বিগ বস সবার গেম দেখছেন, এবার বিগ বস নিজের গেম দেখাবেন। সকালবেলাও আকাশে চাঁদ দেখা যাবে, মধ্যাকর্ষণ শক্তি হওয়ায় উড়বে, ঘোড়াও সোজা চাল হাঁটবে, ছায়াও তোমার সঙ্গ দেবে না, সেও খেলবে নতুন খেলা।” অক্টোবর মাসের শুরুতে শুরু হবে বিগ বস ১৬। 

[আরও পড়ুন: সমুদ্র সৈকতে বালির উষ্ণতায় শুয়ে নুসরত, তারকার ছবি দেখে কী বললেন নেটিজেনরা? ]

প্রসঙ্গত, টলিউডে জোর গুঞ্জন। নুসরত জাহান নাকি এবার চললেন বিগ বসের ঘরে! শোনা যাচ্ছে, বিগ বস সংস্থার সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন নুসরত (Nusrat Jahan)। পারিশ্রমিক কত নেবেন, তা নিয়েই এখন আলোচনা চালাচ্ছেন টলিউডের এই বিতর্কিত নায়িকা। তবে নুসরত কিন্ত এ ব্যাপারে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন। কেউ কিছু জানতে চাইলে, নুসরত বিষয়টাই এড়িয়ে যাচ্ছেন। তবে টলিপাড়ার গুঞ্জনকর্তাদের কাছে পাক্কা খবর, বিগ বসে এন্ট্রি নেওয়ার জন্য নুসরত নাকি একেবারে তৈরি।

বিগ বস মানেই বিতর্কের আখড়া। বিগ বসে (Bigg Boss) এন্ট্রি পাওয়ার মূল যোগ্যতাই হল, আপনাকে হতে হবে বিতর্কিত। আর বিগ বসে জিততে হলে, ঘরের ভিতরও রোজই আসতে হবে খবরের শিরোনামে। নুসরতের কেরিয়ারের ট্র্যাক রেকর্ডে চোখ রাখুন। প্রেম, ব্রেকআপ, বিয়ে, ডিভোর্স, ফের প্রেম, অন্তঃসত্ত্বা, সব ক্ষেত্রেই তুমুল বিতর্ক রয়েছে নুসরতকে নিয়ে। তার উপর নুসরত ডাকসাইটে সুন্দরী। এহেন অভিনেত্রী বিগ বসের নজরে পড়বেন, এটাই তো স্বাভাবিক।

এদিকে শোনা যাচ্ছে, ‘বিগ বস’-এর অন্দরমহলে নুসরতের সঙ্গী হতে চলেছেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। গত বছরের জুলাই মাসে অনৈতিকভাবে পর্ন ফিল্ম ও ভিডিও তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয় শিল্পা শেট্টির স্বামীকে। অভিযোগ ওঠে, HotShots অ্যাপের মাধ্যমে নাকি এই পর্নোগ্রাফির ব্যবসা রমরমিয়ে চালাতেন রাজ ও তাঁর সঙ্গীরা। রাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শার্লিন চোপড়া। যদিও পরে জামিন পান রাজ। জেল থেকে বেরিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

[আরও পড়ুন: ‘ইনসিকিওরড ইমন’, ফের রূপঙ্করের বিতর্কিত মন্তব্য, মুখ খুললেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement