Advertisement
Advertisement

Breaking News

Bibhas Chakraborty

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বিভাস চক্রবর্তী, এখন কেমন আছেন শিল্পী?

বেশ কয়েকমাস ধরেই বয়সজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন শিল্পী।

Bibhas Chakraborty suffered a heart attack admitted in hospital | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 24, 2022 1:40 pm
  • Updated:December 24, 2022 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি প্রবীণ নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। শুক্রবার তাঁকে ভরতি করা হয়েছে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বিভাস চক্রবর্তীর শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল।

বেশ কয়েকমাস ধরেই বয়সজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। তাঁর ভাইপো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার তিনি বাড়িতেই ছিলেন। আচমকা অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘বামাক্ষ্যাপা’র পর এবার ‘রামপ্রসাদ’, ঐন্দ্রিলার স্মৃতি আঁকড়ে নতুন ধারাবাহিকে ফিরছেন সব্যসাচী ]

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখানে আনার পর পরিস্থিতির অবনতি হলে চিকিৎসকেরা অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নেন। পরীক্ষায় দেখা যায় তার একটি ধমনীতে ‘ব্লক’ রয়েছে। দ্রুত তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এবং স্টেন্ট বসানো হয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছেন বিভাস।

১৯৬০ সালে বিভাস চক্রবর্তী যোগ দেন ‘নান্দীকার’ নাটকের দলে। সেখানে তিনি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় বহু নাটকে অভিনয় করেছিলেন। ১৯৬৬-তে নান্দীকার ছেড়ে তৈরি করেন ‘থিয়েটার ওয়ার্কশপ’। ১৯৮৫ সালে বিভাস তৈরি করেন ‘অন্য থিয়েটার’। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সূচনাকাল থেকেই তার সদস্য ছিলেন বিভাস। ২০১৮ সালে বয়সজনিত কারণে নাট্য আকাদেমির সদস্যপদ ছেড়ে দেন বিভাস চক্রবর্তী।

[আরও পড়ুন: সালফিউরিক অ্যাসিডে নিভল ল্যাবের আগুন! ‘বাংলা মিডিয়ামে’র দৃশ্য দেখে অট্টহাসি নেটপাড়ায় ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement