Advertisement
Advertisement

Breaking News

Mitali Sharma

একের পর এক ছবি ফ্লপ, রাস্তায় বসে ভিক্ষা করছেন জনপ্রিয় অভিনেত্রী, ছবি ভাইরাল

মানসিক অবসাদে ভুগছিলেন মিতালি!

Bhojpuri actress who started begging on streets after she stopped getting work due to flop films| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 27, 2023 2:05 pm
  • Updated:October 27, 2023 2:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদন জগত খুবই কঠিন জায়গা। এই ইন্ডাস্ট্রিতে কখন যে কার কেরিয়ারের গ্রাফ নিম্নগামী হয়ে যায় তা আন্দাজও করা যায় না। হঠাৎ করেই সুনাম, তার পর রাতরাতি ফের বদনামের ভাগ। ভাগ্য আটকে থাকে ফ্লপ ও হিটের মাঝে। ঠিক এমনটাই ঘটল ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিতালি শর্মার সঙ্গে। একসময় যে অভিনেত্রীকে একবার কাছ থেকে দেখার জন্য অধীর অপেক্ষায় থাকতেন দর্শকরা। সেই অভিনেত্রীই এখন রাস্তায় ভিক্ষা করছেন!

হ্যাঁ, সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও, যেখানে দেখা গিয়েছে অভিনেত্রী মিতালি শর্মা ভিক্ষা করছেন রাস্তায় বসে।

Advertisement

[আরও পড়ুন: গানের মাঝে আতিফ আসলামের মুখে টাকা ছুঁড়লেন ভক্ত, তারপর?]

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রী হওয়ার জন্য মুম্বইয়ে এসেছিলেন মিতালি। ছোটোখাটো কয়েকটা ছবিতে কাজও করেন। কিন্তু একটি ছবিও হিট না করায়, নতুন ছবির অফার জোটে না তাঁর কপালে। ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন মিতালি। জানা গিয়েছে, পুলিশের তৎপরতায় অ্য়াসাইলামেও ভরতি করা হয়েছিল অভিনেত্রীকে। তবে আপাতত, তিনি কোথায় আছেন, তা জানা যায়নি।

[আরও পড়ুন: গোয়া চলচ্চিত্র উৎসবের প্যানোরমায় তিন বাংলা সিনেমা, উচ্ছ্বসিত পরিচালকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement